বাড়ল সময়সীমা, কতক্ষণ পর্যন্ত জমা করা যাবে আয়কর রিটার্ন? এল নতুন আপডেট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আয় করলে ভারতীয় নাগরিকদের জমা করতে হয় আয়কর (Income Tax)। অন্যথায় আইনি ঝামেলায় পড়তে হতে পারে করদাতাদের। তবে এবার তাদের সুবিধার্থেই বড় পদক্ষেপ নিল আয়কর দফতর। সময় বাড়ল ২০২৫-২০২৬ অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন জমা দেওয়ার। করদাতাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে আয়কর (Income Tax) দফতর।

রিটার্ন ফাইলের সময়সীমা বাড়াল আয়কর (Income Tax) দফতর

উল্লেখ্য, আগে ২০২৫-২৬ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু সেই সময় এবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দফতর। একদিন বাড়ানো হয়েছে সময়সীমা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৬ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত আয়কর (Income Tax) রিটার্ন জমা করতে পারবেন করদাতারা।

Income tax department increased return filing last date

কেন বাড়ল সময়সীমা: জানা যাচ্ছে, আগে ১৫ সেপ্টেম্বর রিটার্ন দাখিল করার শেষ দিন থাকলেও এদিন পোর্টালে কিছু সমস্যা ধরা পড়ে। মূলত প্রযুক্তিগত ত্রুটির কারণেই এদিন রিটার্ন ফাইল করতে গিয়ে সমস্যায় পড়েন করদাতারা (Income Tax)। এদিন রিটার্ন ফাইল করার শেষ দিন থাকায় অনেকেই একসঙ্গে ভিড় করেছিলেন পোর্টালে।

আরও পড়ুন : বাড়িতে ডেকে পাশবিক যৌন নির্যাতন, লোহার রড দিয়ে পিটিয়ে ২৩ জায়গায় স্টেপল! শিউরে ওঠার মতো ঘটনা কেরলে

কতক্ষণ ফাইল করা যাবে: অত্যধিক চাপ পড়ায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। পোর্টাল বসে যাওয়ায় চেষ্টা করেও অনেকে রিটার্ন জমা করতে পারেননি। জানা যাচ্ছে, অন্তিম সময় বাড়ানোর পরেও সোমবার রাত ১২ টা থেকে আড়াইটে পর্যন্ত আয়কর (Income Tax) দফতরের প্রোফাইল বন্ধ ছিল। পোর্টালে মেনটেনেন্স সেরেই আবার তা খুলে দেওয়া হয় করদাতাদের রিটার্ন ফাইল করার জন্য।

আরও পড়ুন : চিকিৎসার জন্য ভারতে এসে এখানেই জাঁকিয়ে বসেছিলেন, ৩৮ জন অবৈধ বাংলাদেশিদের তালিকা গেল নির্বাচন কমিশনে

পোর্টালে সমস্যার কারণেই আরও একদিন বাড়ানো হয় অন্তিম তারিখ। ১৬ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ পর্যন্ত ফাইল করা যাবে রিটার্ন। জানা যাচ্ছে, গত বছর মোট ৭.২৮ কোটি আয়কর রিটার্ন ফাইল করা হয়েছিল। এ বছর সোমবার পর্যন্ত ৭.৩ কোটি রিটার্ন ফাইল হয়েছে। তবে এ বছর সময়সীমা শেষ হওয়ার পর এই সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা করলে কোনও জরিমানা হবে না। তবে নির্দিষ্ট সময়ের পর জমা করলে গুনতে হবে জরিমানা।