বাংলা হান্ট ডেস্ক: আরতো মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ছোটবেলা থেকে এই পুজো নিয়ে সকলের মনে আনন্দ একটু বেশিই থাকে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কাজের চাপে সেই আনন্দ কোথাও গিয়ে কিছুটা ফিকে হয়। কারণ, এই পুজোতে হয়তো সকল বন্ধু-বান্ধবের সাথে দেখা করা যায় না। আর যদি দেখাও হয় তাহলে কয়েকদিনের ছুটি নিয়ে বন্ধুবান্ধবেরে মিলে ঘুরতে যেতে পারেন এই জায়গাগুলিতে (Travel)। যেখানে সিনেমাতে বলা হয়েছে বন্ধুত্বের গল্প। এমনকি সেই জায়গাগুলো ঘুরতে যাওয়ার ইচ্ছে সকলের আছে। তাহলে দেখে নিন বন্ধুদের নিয়ে তৈরি হবার সিনেমার জায়গা কোন গুলো।
ফিল্মি ডেস্টিনেশন, বন্ধুদের সঙ্গে উপভোগ করুন সিনেমার ম্যাজিক (Travel)
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ হিমাচল প্রদেশ: ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমাটা দেখেনি এমন মানুষ কম আছে। এই সিনেমায় বন্ধুত্বের যে ছবি ফুটে উঠেছে তা এক কথায় অনবদ্য। ওদের মতে মনে রাখার মতন একটি ট্রিপ চাইলে বন্ধুদের নিয়ে যেতেই পারেন হিমাচল প্রদেশে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ফুট উচ্চতায় অবস্থিত জালোরি পাস রয়েছে কুলু জেলায়। এই জায়গাটারতেই দেখানো হয়েছে ট্র্যাকিং এর দৃশ্যগুলি। তবে এখানে ট্র্যাক করা সহজ নয়। কিন্তু এখানে গেলে ঘুরে নিতে পারেন রোটাং পাস, সিসু, কাংড়া ভ্যালি প্রমুখ (Travel)।
আরও পড়ুন: ঘরোয়া মশলা ও গ্রিলেই বানিয়ে ফেলুন ‘হেলদি চিকেন টিক্কা’, দেখুন প্রণালী
লাদাখ, ‘থ্রি ইডিয়েটস’: থ্রি ইডিয়েট মুভিটি অন্যতম। এই মুভিটি সকলের কাছে খুব প্রিয় একটা সিনেমা। এই সিনেমাটি দেখতে দেখতে অনেকেরই দেখেছেন লেহেঙ্গা পড়ে কনের সাজে স্কুটারে চেপে কারিনা কাপুরের ছুটে আসার দৃশ্যটা। আমির করিনার সেই দৃশ্য দেখতে দেখতে কত মানুষ যে লাদাখ ছুটে গিয়েছে মনে মনে তার ধারণা নেই। তাই একবার হলেও বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন লাদাখ।
‘দিল চাহতা হ্যায়’, গোয়া: বন্ধুদের সঙ্গে কিছুটা দিনের জন্য ঘুরে আসতে পারেন গোয়া। গোয়ার সূর্যাস্ত দৃশ্য অত্যন্ত মনোরম। এছাড়াও এইখানে গেলে যেমন ডোনা পাওলা ভিউ, চাপোরা ফোর্ট রয়েছে। তেমনই সাগরের পাশে রয়েছে ভাঙা কেল্লা (Trave)l