বাংলা হান্ট ডেস্ক: পুজো কড়া নাড়ছে বাঙালির দরজায়। এদিকে বৃষ্টি থামার নাম নেই। সকাল থেকে বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায়। মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আর কতদিন এই ঝড়-জল? পুজোর আগে পরিস্থিতি বদলাবে তো? জেনে নিন আবহাওয়ার আপডেট।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস | South Bengal Weather
এদিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। অধিক বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝা়ড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। কম-বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি/ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে কিছু কিছু অংশে। পাশাপাশি এদিন ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া এই দুই জেলায়। এরপর বুধবারও একই রকম থাকবে আবহাওয়া। দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস। বজ্রপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার ঝড়বৃষ্টির অধিক সম্ভাবনা পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না।
আরও পড়ুন: ‘বাংলার বুকে মা কালীর সাক্ষাৎ রূপ মমতা’, মুখ্যমন্ত্রীকে ভগবানের সিংহাসনে বসিয়ে দাবি ‘ভক্ত’ রাজীবের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
মঙ্গলবার অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে জারি হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির চলতে পারে বুধবার পর্যন্ত। উত্তরের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে কম-বেশি। এরপর বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারও ভারী ভিজবে উত্তরবঙ্গ।