বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ফের নতুন মোড়। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা মঙ্গলবার হাজিরা দিলেন কলকাতার বিশেষ আদালতে। শুনানির দিনেই ইডি তাঁর বিরুদ্ধে নতুন তথ্য ও প্রমাণ পেশ করে। সেই নথি জমা দেওয়ার পরই ফের চাপে পড়লেন রাজ্যের মন্ত্রী।
নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ইডি-র বিস্ফোরক অভিযোগ
ইডি-র দাবি, “নিয়োগ প্রার্থীদের থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছিলেন চন্দ্রনাথ। ১৫৯ জন প্রার্থীর কাছ থেকে নেওয়া সেই অর্থের মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ১২.৭২ কোটি টাকা।” তদন্তকারীদের অভিযোগ, এই বিপুল অর্থের কোনও হিসেব দিতে পারেননি মন্ত্রী (Recruitment Scam)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা সম্পত্তির কাগজ, কোথাও নেই সেই টাকার হদিস।
আদালতে এদিন ইডি-র প্রমাণ পেশের পর সময় চান মন্ত্রীর আইনজীবী। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী শনিবার। আইনি মহল বলছে, শনিবারের এই মামলার (Recruitment Scam) গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের জবানবন্দিতেই প্রথম উঠে আসে চন্দ্রনাথের নাম। সেই সূত্র ধরে শুরু হয় তদন্ত। ইডি-র দাবি, মন্ত্রীর বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সন্দেহজনক জমি সংক্রান্ত কাগজপত্রও জমা দেওয়া হয়েছে আদালতে।
আরও পড়ুনঃ পুজোর উপহার! মহালয়ায় জেলায় জেলায় মহিলাদের শাড়ি দেবে বিজেপি? জোর জল্পনা
যদিও গত সপ্তাহেই আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চন্দ্রনাথ সিনহা, তবে, আদালতের শর্ত অনুযায়ী তিনি কলকাতা ও নিজের বিধানসভা কেন্দ্র ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না। এখন নজর শনিবারের শুনানির দিকে। চন্দ্রনাথ নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) ১২.৭২ কোটির ঘুষের টাকা নিয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যা কি দিতে পারবেন নাকি উঠবে তাঁর জামিন খারিজের হবে, এই দিকে এখন নিজর রাজনীতি মহলের।