বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে দুর্গাপুজো। এপার বাংলায় যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে উন্মাদনার অন্ত নেই, সেখানে ওপার বাংলায় (Bangladesh) এখন থেকেই পরিস্থিতি থমথমে। রবিবার রাতেই কুষ্টিয়ার মীরপুর উপজেলায় একটি মণ্ডপে দুষ্কৃতী হামলার খবর পাওয়া গিয়েছিল। প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে ওঠে অভিযোগ। তারপরেই মঙ্গলবার সটান ঢাকার (Bangladesh) ঢাকেশ্বরী মন্দিরে হাজির তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনূস। সেখানে সনাতনী ধর্মাবলম্বীদের সভায় সকলকে শুভেচ্ছাও জানান তিনি।
বাংলাদেশের (Bangladesh) ঢাকেশ্বরী মন্দিরে গেলেন মহম্মদ ইউনূস
সোমবার বিকেলেই ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিভিন্ন পুজো পরিষদের নেতারা। পুজো মণ্ডপগুলি পরিদর্শনের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তাঁরা। ইউনূসও বলেন, তাঁদের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলেও সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না। শুধু এই দুর্গাপুজো উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা করার এবং কথা বলার সুযোগ হয়।
শুভেচ্ছা বিনিময় করেন ইউনূস: এদিন পুজো পরিদর্শনে যাওয়ার আশ্বাসও দিয়েছিলেন ইউনূস। পরদিনই হঠাৎ ঢাকার (Bangladesh) ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হাজির তিনি। জানা গিয়েছে, এদিন বেলা ১১ টা নাগাদ মন্দিরে পৌঁছান ইউনূস। প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে এই মন্দিরে পাঁচদিন ব্যাপী মহা ধুমধাম হয়। বাংলাদেশের (Bangladesh) হিন্দুরা যোগ দেন এই উৎসবে।
আরও পড়ুন : বাড়ল সময়সীমা, কতক্ষণ পর্যন্ত জমা করা যাবে আয়কর রিটার্ন? এল নতুন আপডেট
কী বললেন প্রধান উপদেষ্টা: একাংশের মতে, পুজোর আগে হিন্দুদের সঙ্গে জনসংযোগ বাড়াতেই এদিন ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন ইউনূস। পুজোর প্রস্তুতির ব্যাপারে প্রশ্ন করেন তিনি। পাশাপাশি ইউনূস জানান, এবছর বাংলাদেশে (Bangladesh) আরও হাজার খানেক দুর্গাপুজো বেড়েছে। প্রতিটি মণ্ডপেই যাতে নিরাপত্তা থাকে সেদিকটাও সুনিশ্চিত করেন তিনি।
আরও পড়ুন : ভরা মরশুমেও দেখা নেই ইলিশের, দাম দেখে চক্ষু চড়কগাছ, অনাহারে দিন কাটছে জেলেদের
এদিকে মীরপুরে স্বরূপদহ পালপাড়ার পুজো মণ্ডপে হামলার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় হিন্দু সমাজ। মণ্ডপে ঢুকে কার্তিকের হাত, গলা, সরস্বতীর হাত, মুকুট, প্রতিমাদের বাহনও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। নিরাপত্তার জন্য লাগানো আইপি ক্যামেরা, মেমোরি কার্ড খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ফলত এই ঘটনায় কোনও ভিডিও প্রমাণ মেলেনি, এখনও পর্যন্ত কাউকে আটকও করা যায়নি।