তারকা স্টেটাস পেছনে ফেলে পুরুলিয়ায় প্রচারে ‘রঘু ডাকাত’, মেতে উঠলেন কচিকাঁচাদের নিয়ে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এবার পুজোয় হাই ভোল্টেজ টক্কর টলিউড বক্স অফিসে। প্রতিবারের মতো এবারও পুজোয় আসছে দেবের (Dev) ছবি। ‘রঘু ডাকাত’ হয়ে বড়পর্দায় আসতে চলেছেন সুপারস্টার। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। আপাতত রঘু ডাকাতের প্রচারে গোটা বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন দেব (Dev)। সম্প্রতি পুরুলিয়ায় প্রচারে গিয়ে এক অন্য অবতারে ধরা দিলেন তিনি।

‘রঘু ডাকাত’ এর প্রচারে পুরুলিয়ায় দেব (Dev)

ছবির প্রচারের ক্ষেত্রে এখন বিশেষ ভাবে নজর দিচ্ছেন পরিচালক প্রযোজকরা। দেবও (Dev) ব্যতিক্রম নন। কিছুদিন আগেই উত্তরবঙ্গে গিয়েছিল ছবির টিম। নদীতে নেমে মাছ ধরতেও দেখা গিয়েছিল দেবকে। এবার ফের একবার চমক দিলেন তিনি। পুরুলিয়ায় আমজনতার মাঝে মিশে গেলেন দেব (Dev)।

Dev went to purulia for raghu dakat promotion

আমজনতার সঙ্গে মিশে গেলেন তারকা: কখনও অদিবাসীদের নাচের তালে মেতে উঠলেন ইধিকাকে নিয়ে, আবার কখনও কচিকাঁচাদের নিয়ে মাটিতে বসেই খুনসুটি করতে দেখা গেল তাঁকে। ছবির প্রচারে গিয়ে সেখানকার স্থানীয় মানুষদের মধ্যে মিশে গিয়েছিলেন দেব (Dev)। এমনকি রবিবার রাতে হোটেলে ফিরেও সেখানকার আদিবাসী রমণীদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন : পুজো মণ্ডপে হামলার পরেই তড়িঘড়ি ঢাকেশ্বরী মন্দিরে হাজির ইউনূস! ধামাচাপা দেওয়ার চেষ্টা?

কিছুদিন পরেই ট্রেলার লঞ্চ: আগামী ২০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে মেগা ইভেন্ট। ‘রঘু ডাকাত’এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান রয়েছে এদিন। এ বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে দেব আগেই আলোচনা সেরেছেন বলে জানা যাচ্ছে। এদিন যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ফের আইনি জালে ‘দ্য বেঙ্গল ফাইলস’, রাজ্যে ছবি মুক্তির দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

বর্তমানে সব ছবির ক্ষেত্রেই প্রচারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে ‘ধূমকেতু’ ছবির প্রচারে বাংলা জুড়ে ঝড় তুলে দিয়েছিলেন দেব-শুভশ্রী জুটি। এবার ইধিকার সঙ্গে জুটি বেঁধে ‘রঘু ডাকাত’ হয়ে কেমন সাড়া ফেলতে পারেন তিনি সেটাই দেখার।