পুজোয় দার্জিলিং বেড়ানো মাটি! আচমকা বন্ধ টয়ট্রেন পরিষেবা, মুখ ভার পর্যটকদের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির প্রিয় পর্যটন স্থলের তালিকায় প্রথম দিকেই থাকবে দার্জিলিংয়ের নাম। কম খরচে পাহাড় ঘোরার জন্য দার্জিলিং বরাবরই পর্যটকদের প্রিয় ছিল আর থাকবেও। অর দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে টয়ট্রেন (Indian Railways)। পাহাড়ে ঘুরতে গেলে অনেকেই টয়ট্রেনে চেপে ঘুরতে পছন্দ করেন। কিন্তু এবার যারা উত্তরবঙ্গে ঘুরতে যাবেন তারা নিরাশ হতে পারেন। আচমকাই পাহাড়ে বন্ধ হয়ে গিয়েছে টয়ট্রেন (Indian Railways) পরিষেবা।

দার্জিলিংয়ে বন্ধ হয়ে গেল টয়ট্রেন (Indian Railways) পরিষেবা

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বৃষ্টির জেরে টয় ট্রেনের (Indian Railways) লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্যই আপাতত টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Indian Railways)। প্রতিকূল আবহাওয়ার জেরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। রেল সূত্রে খবর, লাগাতার বৃষ্টির জেরে কার্শিয়াংয়ের রংটং এবং তিনধরিয়ার মাঝে বেশ কিছু জায়গায় লাইনের উপরে ধস নেমেছে। গাছ উপড়ে পড়েও ক্ষয়ক্ষতি হয়েছে।

Toy Train service stopped by Indian Railways in Darjeeling

কবে চালু হবে পরিষেবা: রেল (Indian Railways) সূত্রে খবর, কর্মীরা ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করে দিয়েছে। একাধিক জায়গায় উপড়ে পড়া গাছ এবং ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। রেলের (Indian Railways) তরফে আরও জানা গিয়েছে, টয়ট্রেনের লাইন দ্রুত সংষ্কার করা হচ্ছে। এরপর হবে ট্রায়াল রান। তারপরেই ফের যাত্রীদের জন্য টয়ট্রেনের পরিষেবা চালু করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : তারকা স্টেটাস পেছনে ফেলে পুরুলিয়ায় প্রচারে ‘রঘু ডাকাত’, মেতে উঠলেন কচিকাঁচাদের নিয়ে

বেকায়দায় পড়েছেন পর্যটকরা: আপাতত শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মাঝে টয়ট্রেন (Indian Railways) পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতি সাময়িক হলেও তা কতদিনের জন্য তা জানা যায়নি। এ নিয়ে পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

আরও পড়ুন : ফের আইনি জালে ‘দ্য বেঙ্গল ফাইলস’, রাজ্যে ছবি মুক্তির দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

পুজোর সময়ে প্রচুর পর্যটক ভিড় করেন উত্তরবঙ্গে। আর তাদের তালিকায় থাকে টয়ট্রেন ভ্রমণও। কিন্তু এবার পরিষেবা আচমকা বন্ধ হয়ে যাওয়ায় মুখ ভার অনেকেরই। কারণ বৃষ্টি বন্ধ না হলে টয়ট্রেন ফের শুরু হওয়ার সম্ভাবনা নেই। আর সেক্ষেত্রে পুজোয় বেড়ানোটা মাটি হওয়ার আশঙ্কা করছেন অনেকেই।