বাংলাহান্ট ডেস্ক : ফের বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। গজল কিং পঙ্কজ উধাসের মৃত্যুর রেশ কাটার আগেই আরোও এক মর্মান্তিক খবরের সাক্ষী থাকল দেশবাসী। জানা গিয়েছে, এক ভয়াবহ পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছে একসঙ্গে নয়টি প্রাণ। সেই তালিকায় ভোজপুরি সিনেমার চার উঠতি তারকার নাম আছে।
এই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাটি বিহারের কাইমুরে ঘটে যায়। পুলিশ জানিয়েছে যে সংশ্লিষ্ট এলাকায় একটি ট্রাক, এসইউভি এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। নিহত নয়জনের মধ্যে থেকে উঠে এসেছে ভোজপুরি গায়ক ছোটু পান্ডের নাম। এছাড়াও, এই সড়ক দুর্ঘটনার বলি হয়েছেন ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি এবং সিমরন শ্রীবাস্তবও।
আরোও পড়ুন : ভোটের আগে বিরাট চমক, বাংলায় আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র! লটারি লাগছে এদের
ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে। সেই থানার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে ছিলেন আঁচল তিওয়ারি, সিমরন শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবাল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পান্ডে।
আরোও পড়ুন : বিজেপি নয় এবার নিজের তৃণমূলকেই দুষলেন মমতা! সায়নীকে নিয়ে দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, বাক্সার জেলার বাসিন্দা ছোটু পান্ডে ঘটনার দিন তাঁর অর্কেস্ট্রা সংস্থার সদস্যদের সঙ্গে, একটি নির্ধারিত শোয়ের জন্য উত্তর প্রদেশে যাচ্ছিলেন৷ প্রত্যক্ষদর্শীদের মতে, দুই মহিলা-সহ আটজনকে একটি গাড়ি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দিতেই এই দুর্ঘটনা ঘটে। এরপরে এসইউভি এবং বাইক উভয়ই অন্য লেনে চলে যায়, যেখানে একটি দ্রুতগামী ট্রাক তাদের সাঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা ভোজপুরি ইন্ডাস্ট্রি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে ঘটনাটির জন্য অভিনেতা-অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পীদের বিশেষত যারা স্টেজ শো’র জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান তাদের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে।
তিনি তাঁর এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে নিয়ে লিখেছেন, ”কাইমুর জেলার মোহানিয়া থানা এলাকায় NH 2-এ দেবকালীর কাছে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুতে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”