আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আর কতদিন দুর্যোগ? আবহাওয়ার খবর জানুন

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জেলায়। IMD জানিয়েছে ইতিমধ্যেই বর্ষার বিদায়পর্ব শুরু হয়েছে। তবে বাংলার আপাতত পিছু ছাড়বে না বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। ভারী বৃষ্টিও হবে বেশ কিছু অংশে।

বুধেও ভিজবে দক্ষিণবঙ্গ | South Bengal Weather

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের পুরুলিয়া, বাকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ সহ দক্ষিণ 24 পরগনা এবং দুই মেদিনীপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি/ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলায়। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও থাকছে।

বৃহস্পতিবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সতর্কতা। শুক্রবার ও শনিবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না। সোমবার থেকে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় কলকাতাতেও বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ শহরের বেশ কিছু অংশে জল জমে ভোগান্তি। এদিকে আপাতত বৃষ্টির কারণে খুব একটা তাপমাত্রা না বাড়লেও ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

South Bengal Weather How long will the storm and rain continue across the state

আরও পড়ুন: কমতে চলেছে শুল্কের বোঝা? কোন দিকে মোড় নিল ভারত-আমেরিকার বাণিজ্য আলোচনা?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত টানা বিক্ষিপ্ত ভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।