বাংলা হান্ট ডেস্ক: এবার নিত্যযাত্রীদের জন্য সুখবর। অতিরিক্ত ভিড় সামলাতে শিয়ালদহে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন পরিষেবা ( Sehalda Local Train)। সম্প্রতি এমনই এক ঘোষণা করল পূর্ব রেলের তরফ থেকে। এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সুবিধা জনক হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।
শিয়ালদহ শাখায় যাত্রী চাপ কমাতে রেলের নতুন ঘোষণা (Sehalda Local Train)
কলকাতায় বহু মানুষের রোজগারের কেন্দ্রস্থল। এর পাশাপাশি কলকাতা উপনগরী পরিবহন ব্যবস্থার জীবন রেখা হিসেবে বিধান নগর রোড স্টেশনে প্রতিদিন প্রচুর পরিমাণে যাত্রী ভিড় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ব্যস্ত সময় এই স্টেশনে ভিড় আলাদাই থাকে। এর পাশাপাশি সাধারণ দিনে এই স্টেশনে প্রায় ১.৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন। আর এই ভিড় সামলানোর জন্য নতুন একটি ট্রেন চালু করছে পূর্ব রেল (Sehalda Local Train)।
আরও পড়ুন: চামচের চেয়ে হাতে খাওয়া স্বাস্থ্যকর মিলবে নানা উপকার, দাবি গবেষণায়
বিধান নগর শিয়ালদহ ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ স্পেশাল। কারণ কৌশলগত অবস্থা ও যোগাযোগ ব্যবস্থার জন্য। শিয়ালদহ, সল্টলেক, কাঁকুঢ়গাছি, সেক্টর ফাইভ, রাজারহাট ও নিউ টাউন ইত্যাদি গুরুত্বপূর্ণ জায়গা যাওয়ার জন্য এই স্টেশনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও উত্তর ও দক্ষিণ শাখার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাও করে।
এর জন্য শিয়ালদহ ডিভিশন নতুন একটি লোকাল ট্রেন চালু করতে যাচ্ছে। নতুন পরিষেবা থাকছে ৩১৩৪৩ আপ বিধান নগর-কল্যাণী। বিধান নগর স্টেশন থেকে রাত ১৯.২৭ মিনিটে ছাড়বে যেটি কল্যাণী পৌঁছবে ২০.৩৬ মিনিটে। ফেরার যাত্রা হবে ৩২৩৪০ ডাউন কল্যাণী-শিয়ালদা লোকাল। যেটি কল্যাণী থেকে রাত ২০.৫৫ মিনিটে ছাড়বে ও শিয়ালদা ঢুকবে ২২.১৯মিনিটে। নতুন ট্রেন পরিষেবাতেই শুরু হতে চলেছে ২২ সেপ্টেম্বর থেকে। এই ট্রেনের পরিষেবা সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে (Sehalda Local Train)।