বিশ্বকর্মা পুজোর দিন কমল সোনার দাম! আজ বাজারে ১ গ্ৰাম কিনতে কত খরচ হবে জানেন?

Updated on:

Updated on:

Gold Price fall slightly middle class breathes a sigh of relief

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকর্মা পুজোর দিন সোনার দামে মিলল স্বস্তি। কিছুদিন ধরে সোনার দাম(Gold Price)আগুন ছোঁয়া। এমনকি সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। তবে বূধবার সোনার দাম কিছুটা কমেছে। এই সামান্য দাম কমায় স্বস্তি পেলেন ক্রেতারা। পাশাপাশি এই সোনার দাম (Gold Price) কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। দেখুন আজকের সোনার দাম।

সোনার দাম কমল কিছুটা, স্বস্তির নিঃশ্বাস ফেললেন মধ্যবিত্তরা (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। তবে বর্তমানে সোনার দাম (Gold Price) লাখের গন্ডি পার করায় কিছুটা হলেও চিন্তার ভাঁজ মাথায় পড়েছে মধ্যবিত্তের কপালে। তবে বিশ্বকর্মা পুজোর দিন সোনার দাম কিছুটা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই। এক নজরে দেখে নিন আজকের সোনার দাম।

Gold Price fall slightly middle class breathes a sigh of relief

আরও পড়ুন: রান্নাপুজোর গুরুত্ব ও নিয়মকানুন, ঘরে ঘরে কেন এই রীতি মানা হয় জানেন?

বুধবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৬০৫ টাকা (+১২০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৬০৫০ টাকা (+১২০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১১৬০ টাকা (+১৩০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১১৬০০টাকা (+১৩০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১১১০৫টাকা (+১২৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১১১০৫০টাকা (+১২৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৯৯০(+১৩০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৯৯০(+১৩০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৯৮০ টাকা (+১৩০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১২৯৮০০টাকা (+১৩০০)।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। এছাড়াও, গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা (Gold) ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়।