বাংলা হান্ট ডেস্ক: আজ অর্থাৎ বুধবার বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja)। বিশ্বকর্মা ঠাকুরকে মূলত যন্ত্রের দেবতা বলে মানা হয়। এই পুজোর দিন ভুলেও করবেন না কিছু কাজ। কারণ এই কাজগুলির ফলে আপনার আর্থিক ও ব্যবসায়িক শ্রী বৃদ্ধি কমতে পারে। তবে আজকের প্রতিবেদনে জেনে নিন, কোন কাজ গুলি করলে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে।
বিশ্বকর্মা পুজোয় ছোট্ট কাজেই বদলে যাবে ব্যবসা-সংসারের ভাগ্য (Vishwakarma Puja)
আপনার ব্যবসার শ্রী বৃদ্ধি ঘটবে আপনি যদি পুজোর দিন ছোট কয়েকটি নিয়ম মেনে চলেন। পুরান মতে ব্রহ্মার মানসপুত্র সৃষ্টি শক্তির দেবতা বিশ্বকর্মা (Vishwakarma Puja)। সমুদ্র মন্থনের সময় সৃষ্টি হয় বিশ্বকর্মার। আবার কোথাও উল্লেখ রয়েছে, অগ্নি ও বায়ুর পুত্র বিশ্বকর্মা। তাই বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি ও যন্ত্রাংশের পুজো করা হয়। এক নজরে দেখে নিন ২০২৫ সালের বিশ্বকর্মা পুজোর দিন কখন পড়েছে। প্রতিবছর দুর্গাপুজোর আগে বাঙালি মেতে ওঠেন বিশ্বকর্মা পুজোয়। বিশ্বকর্মা পুজো দিয়ে শুরু হয় দুর্গাপূজোর সূত্রপাত। বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর, বুধবার।
আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর দিন কমল সোনার দাম! আজ বাজারে ১ গ্ৰাম কিনতে কত খরচ হবে জানেন?
পঞ্জিকা মতে, ৩১ ভাদ্র ১৭ সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পুজো। এই পুজো ভাদ্র কৃষ্ণপক্ষের তিথিতে করা হয়। একাদশী রাত ১১ টা ৪০ মিনিট পর্যন্ত রয়েছে। এই দিনে শুভ সময় হিসেবে রয়েছে অমৃতযোগ ও মহেন্দ্র যোগ। অর্থাৎ অমৃতযোগ বলতে সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে। আর সকাল ৯টা ২৯ মিনিটের থেকেই সকাল ১১টা ৭ মিনিটের মধ্যে রয়েছে অমৃতযোগ। মহেন্দ্র জোক শুরু হচ্ছে, দুপুর ৩ টে ৯ মিনিট থেকে বিকেল ৪টে ৪৬ মিনিট মধ্যে। এই মহেন্দ্র যোগ আবার রয়েছে, দুপুর ১ টা ৩২ থেকে দুপুর ৩ কে ৯ মিনিট পর্যন্ত।
এছাড়াও, গুপ্তপ্রেস পঞ্জিকামতে বুধবার ৩১ ভাদ্র, ইংরেজি ১৭ সেপ্টেম্বর রয়েছে বিশ্বকর্মী পুজো। ভাদ্র কৃষ্ণের একাদশী তিথি রয়েছে একাদশী রাত ১টা ২৩ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত। মহেন্দ্র যোগ রয়েছে, দুপুর ১টা ৩২ মিনিট ৫৮ সেকেন্ড গতে ৩টে ১০ মিনিট ২৩ সেকেন্ডের মধ্যে, ফের রাত ৮টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে ১০টা ২০ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত।
এবার জেনে নিন এই পূজোয় কি কি করবেন না?
বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) দিনে কোনভাবেই আমিষ খাওয়া চলে না। নিরামিষ খেয়ে মিষ্ট সহকারে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো করা উচিত। এতেই দেবতা খুশি হন। এর পাশাপাশি দিন ব্যবসায়ীদের ঘর ও ব্যবসার জায়গা পরিষ্কার করতে হবে। পাশাপাশি চাকুরীজীবীদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে (Vishwakarma Puja)।