আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল SSKM, আনন্দ উদযাপন করতে ১০ লক্ষ টাকা উপহার মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

SSKM Hospital honored with BRICS health network recognition

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে নতুন পালক যোগ করল কলকাতা এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। মঙ্গলবার এই হাসপাতালে নতুন একটি নতুন ‘উডর্বাণ-২ অনন্য’ উদ্বোধন হল। সেই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, ভারতের ব্রিকস নেটওয়ার্কে স্বাস্থ্য খাতে নির্বাচিত ২০টি সংস্থার মধ্যে এসএসকেএমও জায়গা করে নিয়েছে।

হাসপাতালের (SSKM Hospital) সাফল্যের জন্য ১০ লক্ষ টাকা উপহার দেবে রাজ্য

এছাড়া মুখ্যমন্ত্রী আরও জানান যে, হাসপাতালের (SSKM Hospital) এই সাফল্যের জন্য রাজ্য সরকার ১০ লক্ষ টাকা উপহার দিচ্ছে। তিনি হাসিমুখে বললেন, “এই টাকার জন্য কোনও কাজ করতে হবে না, শুধু আনন্দ করতে হবে সবাইকে। সবাই মিলে আড্ডা মারতে পারেন, মনটা রিল্যাক্স করতে পারেন।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণার খবর প্রকাশ হতেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়েন।

প্রসঙ্গত, ব্রিকস নেটওয়ার্ক থেকে স্বাস্থ্য খাতে ভারত থেকে মোট ২০টি সংস্থা নির্বাচিত হয়েছে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানই স্বাস্থ্য খাতে, এক পন্ডিচেরি থেকে এবং আরেকটি পশ্চিমবঙ্গের এসএসকেএম (SSKM Hospital)। এই স্বীকৃতি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান কতটা উন্নত হয়েছে, তা আবার প্রমাণ করে।

মুখ্যমন্ত্রী এদিন স্বাস্থ্য খাতের বাজেট বৃদ্ধির কথাও জানান। ২০১১ সালে যেখানে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল মাত্র ৩,৬৮৪ কোটি টাকা, এখন তা বেড়ে ২১,৩৫৫ কোটি টাকা। বিনামূল্যে শিশুদের হার্ট অপারেশন, স্বাস্থ্যসাথী প্রকল্প, এই সব কিছুতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। এছাড়া মেডিক্লেমের ওপর GST প্রত্যাহারের দাবির কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

SSKM Hospital honored with BRICS health network recognition

আরও পড়ুনঃ যোগদান আর সহজ নয়, আইপ্যাক-অভিষেককে জানানো বাধ্যতামূলক, জঙ্গিপুরে তৃণমূলের কড়া নির্দেশ

মঙ্গলবারের এই অনুষ্ঠান কেবল একটি ভবনের উদ্বোধন ছিল না। এটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটি গর্বের দিন। হাসপাতালের (SSKM Hospital) সাফল্য এবং মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার, সব মিলিয়ে এদিনটি স্বাস্থ্যকর্মীদের জন্য একটি বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে।