বাংলা হান্ট ডেস্ক: সামনেই পুজো। ইতিমধ্যে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান রেডি করে ফেলেছে। এবারের পূজোয় আপনি যদি পূর্ব সিকিম ঘুরতে যান তাহলে আরিতার, জুলুক, পদমচেন মত জায়গার ঘোড়ার সঙ্গে সঙ্গে ঘুরতে পারেন পাস্তাংগা। গ্যাংটক (Gangtok) থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে অবস্থিত পাস্তাংগা। এখনো এই পর্যটন কেন্দ্রটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি। আপনি যদি ভির এড়িয়ে সিকিমের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এখানে একবার ঘুরে যেতে পারেন।
হিল-ট্রিপে মেজাজ! গ্যাংটকের কাছেই পাস্তাংগা (Gangtok)
আর মাত্র ১০ দিন। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে সকলেই ঘুরতে যাওয়ার প্ল্যান রেডি করে ফেলেছেন। এবারে পূজোয় আপনি যদি গ্যাংটক (Gangtok) ঘুরতে যান। তাহলে সেখান থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে পড়বে পাস্তাংগা। এই জায়গাটি এখনো অতটা জনপ্রিয় হয়নি। তাই এইখানে এসে আপনি ভিড়ের সিকিমের পরিবর্তে সিকিমের সৌন্দর্য উপভোগ করতে পারবেন (Gangtok)।
আরও পড়ুন: ফুলে-ফেঁপে উঠবে লোকসানে চলা ব্যবসা, সংসারে আসুক সমৃদ্ধি; বিশ্বকর্মা পুজোর টিপস
এই জায়গাটির নামকরণ করা হয়েছে, ভুটানি ভাষায় ‘পাসিং টেংখা’ থেকে পাস্তাংগা নামকরণ করা হয়েছে। এর নামের অর্থ হল বাসের জঙ্গলের নীচে। পাস্তাংগাকে ঘিরে রয়েছে সবুজ অরন্য। এখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ জন্মায়।
এছাড়াও আপনি এখানে পাবেন বিভিন্ন ধরনের অর্কিডের দেখা। পাশাপাশি পাস্তাংগা পাশ দিয়ে বয়ে গিয়েছে তোক্ চেন নদী। আপনি চাইলে এই নদীর ধারে বসে পিকনিক করতে পারবেন। অথবা চাইলে আপনি এখানে বসে নির্জনে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?
নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে পাস্তাংগার দূরত্ব ১২২ কিলোমিটার। গাড়ি রিজার্ভ করে ভাড়া পড়বে প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও আপনি গ্যাংটক (Gangtok) থেকেও এখানে যেতে পারবেন। সেখানে গাড়ির রিজার্ভ করে ভাড়া পড়বে ১৫০০-২০০০ টাকা। এছাড়া এখানে থাকার জন্য পাঁচ ছটি হোমস্টে রয়েছে। তাই এখানে আসার আগে আগের থেকে বুক করে আসা ভালো।