বাংলাহান্ট ডেস্ক : ভেবেছিলেন ইনজেকশন নিয়েই হয়তো চোট সেরে যাবে। কিন্তু না! ইনজেকশন সেভাবে কাজ না করায় অস্ত্রোপ্রচারই করাতে হল। ইংল্যান্ডে সফল অস্ত্রোপচার হল মহম্মদ সামির। পায়ের গোড়ালির চোটে বিশ্বকাপের পর থেকেই ভুগছিলেন ভারতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার মহম্মদ শামি।
সোমবার গোড়ালির অস্ত্রোপচার হয় তার। হাতে নাকে সব নল লাগানো। শামি তাঁর নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হাসপাতালে শুয়ে থাকা অবস্থার ছবি শেয়ার করেছেন৷ তবে অনুরাগীদের তিনি জানিয়েছেন এখন অনেকটা ভালো আছেন। তবে তিনি কতদিনে সুস্থ হয়ে উঠবেন অথবা কবে মাঠে ফিরবেন সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলা সম্ভব হচ্ছে না।
আরোও পড়ুন : টিকিট পরীক্ষক হিসাবে এত টাকা মাইনে পেতেন ধোনি! স্যালারি স্লিপ দেখলে অবাক হয়ে যাবেন
এমনটাই খবর সূত্রের। নিজের এক্স হ্যান্ডেলে সামি লিখেছেন, “গোড়ালির অ্যাকিলিস টেন্ডনে একটি সফল অপারেশন হয়েছে। সুস্থ হয়ে ওঠার জন্য কিছুটা সময় লাগবে। আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য অধীর অপেক্ষায় রয়েছি।” যদিও সামির ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, আপাতত ইংল্যান্ডে রিহ্যাব করবেন তিনি।
আরোও পড়ুন : গৌতম আদানি এবার গাঁটছড়া বাঁধবেন উবারের সঙ্গে! অর্ধেক খরচেই মিলবে ট্যাক্সি
মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে ফিরতে পারেন। মার্চের শেষ কিংবা এপ্রিল মাস থেকে ফিটনেস ট্রেনিং শুরু করতে পারেন ভারতীয় ক্রিকেট দলের এই পেসার।ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, আপাতত প্ল্যানিংয়ে সামিকে রাখা হচ্ছে না। কারণ তাদের মতে, একদিনের বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আর ক্রিকেট মাঠে ফিরতে পারেননি সামি।
এবার আইপিএলেও খেলতে পারবেন না শামি। ফলে ম্যাচ ফিটনেস হওয়ার সুযোগ তার কাছে থাকছে না বলেই মনে করা হচ্ছে। কারণ, চোট সারিয়ে ফিরেই সরাসরি মাঠে নেমে লড়াই করার সম্ভাবনা কম। অন্তত এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞ মহলের একাংশ। তবে সামি বছরের শেষ দিকে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ফিরতে পারেন বলে খবর।
তাই একদিনের বিশ্বকাপে সাত ম্যাচে ২৪ উইকেট নেওয়া সামিকে এখনই প্ল্যান থেকে সম্পূর্ণ সরিয়ে দিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ মঞ্চে প্রথম চার ম্যাচ বসিয়ে রাখার পর সুযোগ পেয়েই বিধ্বংসী পারফরম্যান্স করে সকলের নজর কেড়েছিলেন সামি। বাংলার এই পেসারের হাত ধরেই বিশ্বকাপ ফাইনালে উঠেছিল রোহিতের ভারত।