বাংলা হান্ট ডেস্কঃ পুজোর (Durga puja 2025) বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগে শহরে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে কি না তা খতিয়ে দেখতে মাঠে নামল কলকাতা পুলিশ। মঙ্গলবার বিশেষ একটি দল একাধিক বড় পুজোমণ্ডপ ঘুরে দেখল এবং আয়োজকদের প্রয়োজনীয় পরামর্শও দিল।
পুজোয় (Durga puja 2025) বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা দিল পুলিশ
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মহালয়ার আগেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কা মাথায় রেখে পুলিশের তরফে মণ্ডপগুলির আশেপাশে ড্রেন পরিষ্কার রাখা এবং জল জমলে দ্রুত নামানোর ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে।
এদিন সুরুচি সঙ্ঘ, চেতলা অগ্রণী, নাকতলা উদয়ন সঙ্ঘ-সহ প্রায় ১২টি বড় মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। এই পরিদর্শনে পুলিশের পাশাপাশি কলকাতা পুরসভা, সিইএসসি, পিডব্লিউডি এবং অগ্নিনির্বাপণ দফতরের প্রতিনিধিরাও ছিলেন। আয়োজকদের বলা হয়েছে, দর্শনার্থীর চাপ সামলাতে বাড়তি স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।
এছাড়া পুজোয় (Durga puja 2025) দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। পাশাপাশি ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা এড়াতে বিশেষ পরিকল্পনা নেওয়ার কথাও জানানো হয়েছে। আগামী দিনে আরও কয়েকটি বড় পুজোমণ্ডপ ঘুরে দেখবে বিশেষ দল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ সেপ্টেম্বর থেকে পুজো উদ্বোধন শুরু করতে পারেন বলে খবর সূত্রের।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল SSKM, আনন্দ উদযাপন করতে ১০ লক্ষ টাকা উপহার মুখ্যমন্ত্রীর
দুর্গা পুজোকে (Durga puja 2025) কেন্দ্র করে প্রতিবছরই বিপুল ভিড় জমে শহরের মণ্ডপগুলিতে। তাই এবার আবহাওয়া ও ভিড়, দু’দিকেই নজর দিচ্ছে প্রশাসন। সব দপ্তরের যৌথ উদ্যোগে নিরাপদ ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।