শ্রীলঙ্কায় মসজিদে মোদীর দীর্ঘায়ু কামনা, প্রধানমন্ত্রী জন্মদিনে বিশেষ প্রার্থনা বোহরা সম্প্রদায়ের

Published on:

Published on:

Special prayers on Narendra Modi's birthday at Bohra Mosque in Colombo

বাংলা হান্ট ডেস্কঃ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বুধবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাম্বালাপিটিয়ার গ্লেনাবার প্লেসে অবস্থিত হুসাইনি মসজিদে (Bambalapitiya Bohra Mosque) ডাওদি বোহরা সম্প্রদায়ের সদস্যরা একত্রিত হয়ে মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং ভবিষ্যতের সাফল্য কামনা করেন। এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় ডাওদি বোহরা মসজিদ হিসেবে পরিচিত।

মোদীর (Narendra Modi) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বোহরা সম্প্রদায়ের

বোহরা সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর (Narendra Modi) সম্পর্ক নতুন নয়। দেশে বিদেশে মোদীর সঙ্গে এই সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়মিত দেখা সাক্ষাৎ হয়ে থাকে। মোদীও বহুবার বলেছেন, যেখানেই যান না কেন, তাঁর “বোহরা ভাই-বোনেরা” তাঁর সাথে দেখা করতে আসেন। এই সম্প্রদায়ের মানুষের ভালবাসা ও ভারতের প্রতি তাঁদের উদ্বেগের কথাও বহুবার তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

এই বছরের শুরুর দিকে বোহরা সম্প্রদায়ের এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দিল্লির লোক কল্যাণ মার্গের বাসভবনে দেখা করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, পেশাজীবী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা অভিযোগ করেন, বহু বোহরা পরিবারের সম্পত্তি অন্যায়ভাবে ওয়াকফ সম্পত্তি হিসাবে দাবি করা হয়েছিল।

প্রধানমন্ত্রী তাঁদের কথা শোনেন এবং জানান, সমাজকল্যাণমূলক কাজে বোহরা সম্প্রদায়ের ঐতিহ্য তিনি বহু বছর ধরে লক্ষ্য করেছেন। এছাড়া মোদী এও জানান যে, ওয়াকফ সংশোধনী আইন আনার উদ্যোগ নেওয়ার সময় তিনি প্রথমেই বোহরা সম্প্রদায়ের আধ্যাত্মিক প্রধান সাইয়েদনা মুফাদ্দল সাইফুদ্দিনের সঙ্গে বিষয়টি আলোচনা করেছিলেন।

Special prayers on Narendra Modi's birthday at Bohra Mosque in Colombo

আরও পড়ুনঃ মহালয়া থেকে উদ্বোধনে মমতা, ১২ মণ্ডপে পুলিশি তৎপরতা, কী নির্দেশ দিল কলকাতা পুলিশ?

সূত্রের খবর, বোহরা সম্প্রদায়ের পাশাপাশি শ্রীলঙ্কার মহাবোধি সোসাইটিও মোদীর (Narendra Modi) জন্মদিন উপলক্ষে বিশেষ ধর্মীয় সভার আয়োজন করেছে। সেখানে ভিক্ষুরা একত্রিত হয়ে ভারতের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় প্রার্থনা করবেন।

টুইটার টি দেখতে এখানে ক্লিক করুনঃ