বাংলা হান্ট ডেস্ক: পুলিশের চোখ এড়িয়ে অবৈধভাবে চলছে রমরমা ভেজাল হলুদের কারবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সামশেরগঞ্জ থানা এলাকার নতুন ডাক বাংলার নুর মহম্মদ কলেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে এলাকা থেকে। সেখান থেকে বিপুল পরিমাণে ভেজাল হলুদ গুঁড়ো সহ লঙ্কাগুঁড়ো ও আরও কিছু মশলা বাজেয়াপ্ত করেছে সামশরগঞ্জ থানার পুলিশ।
মুর্শিদাবাদে ভয়ঙ্কর প্রতারণা! রান্নার টেবিলে পৌঁছে যাচ্ছে ভেজাল হলুদ (Murshidabad)
পুলিশ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে শামীম সেখ নামে এক ব্যক্তি তার নিজস্ব হলুদের ব্যবসার আড়ালে এইভাবে অবৈধ কারবার চালাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে হানা দেয় মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার পুলিশ।
সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নকল হলুদ ও লঙ্কা গুঁড়ো সহ আরও কিছু সামগ্রী। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি এখানে যে ভেজাল হলুদ তৈরি করা হতো সে বিষয়ে কিছু জানতেন না স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: পুজোয় বাড়িতে মাংস নিষেধ! পোলাওয়ের প্লেটে কীভাবে আসবে ভুরিভোজের আনন্দ, রইল রেসিপি
হলুদ মিলের মালিক এই ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছেন পুলিশেরা। তবে শামীম সেখের সন্ধানে তারা তল্লাশি শুরু করেছেন। ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বন্ধ করে দিয়েছে ওই কারখানাটি।
প্রসঙ্গত, এই ঘটনার সঙ্গে ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে পাঠায়। এর পাশাপাশি এই নকল হলুদ কোথায় পাঠানো হতো অথবা কারা এগুলো কিনতো সেই বিষয়ে তদন্ত করছে। একই সঙ্গে ধৃতদের জেরা করে আরও তথ্য জানবার চেষ্টা করছে পুলিশ (Murshidabad)।