বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এশিয়া কাপ চলাকালীন দুর্দান্ত খবর পেলেন। বর্তমানে বিশ্বের এক নম্বর T20 বোলার হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তৃতীয় খেলোয়াড় হিসেবে T20 র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। এর আগে জসপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই এই কৃতিত্ব অর্জন করেছেন।
T20-তে সবার শীর্ষে বরণ চক্রবর্তী (Varun Chakaravarthy):
উল্লেখ্য যে, বরণ চক্রবর্তী (Varun Chakaravarthy) নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে টেক্কা দিয়ে ৭৩৩ পয়েন্ট অর্জন করে তালিকায় শীর্ষে রয়েছেন। বর্তমানে জ্যাকব ডাফির পয়েন্ট হল ৭১৭। এদিকে, সাম্প্রতিক তালিকায় বরুণ চক্রবর্তী ছাড়াও, রবি বিষ্ণোই একমাত্র ভারতীয় যিনি T20 র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ স্থান পেয়েছেন। রবি বিষ্ণোই এখন ৮ নম্বরে রয়েছেন। এদিকে, অক্ষর প্যাটেল রয়েছেন ১২ তম স্থানে।
বরুণ চক্রবর্তী ইতিহাস গড়লেন: বরুণ চক্রবর্তীর এই দুর্দান্ত সাফল্য সত্যিই অতুলনীয়। তিনি তামিলনাড়ুর প্রথম খেলোয়াড় যিনি T20-তে প্রথম স্থানে পৌঁছেছেন। বরুণ চক্রবর্তীর T20 কেও যথেষ্ট ব্যতিক্রমী। ৩৪ বছর বয়সী এই বোলার ২০২১ সালে T20 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তিনি এখনও পর্যন্ত ২০ টি T20 ম্যাচ খেলে ৩৫ টি উইকেট নিয়েছেন তিনি। বরুণ চক্রবর্তীর ইকোনমি রেট মাত্র ৬.৮৩ এবং তিনি ২ বার ৫ উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন: মোদীর নেতৃত্বের “ফ্যান” হলেন ট্রাম্প! “নরেন্দ্র”-র জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে করলেন ভূয়সী প্রশংসা
এশিয়া কাপে তুরুপের তাস: এশিয়া কাপে বরুণ চক্রবর্তীও (Varun Chakaravarthy) টিম ইন্ডিয়ার তুরুপের তাস হিসেবে বিবেচিত হচ্ছেন। বরুণ ২ টি ম্যাচে ২ টি উইকেট নিয়েছেন। তবে তাঁর ইকোনমি রেট ভালো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বরুণ চক্রবর্তী পাওয়ার প্লে থেকে ডেথ ওভার পর্যন্ত বল করতে পারেন। দুবাই এবং আবুধাবির পিচ স্পিনারদের জন্য ভালো। তাই, বরুণ স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পাবেন।
আরও পড়ুন: মুকেশ আম্বানির ডবল ধামাকা! Reliance Jio-র পর আনতে চলেছেন এই কোম্পানির IPO
এদিকে, কুলদীপ যাদব গত ২ টি ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনি ২ টি ম্যাচে ৭ টি উইকেট নিয়েছেন। কুলদীপ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৪ টি এবং পাকিস্তানের বিরুদ্ধে ৩ টি উইকেট নেন।