‘রাজ্যের মহিলারাই এবার বিদায় করবে মমতার সরকারকে’, নন্দীগ্রাম থেকে বিস্ফোরক শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari criticizes Bengal government over women’s safety

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামে এক বিশেষ অনুষ্ঠানে সম্প্রতি অংশ নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই অনুষ্ঠানে তিনি পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘সেবা পক্ষে সেবা প্রদান’ কর্মসূচিরও সূচনা করে।

গ্রামের সেবিকাদের উপহার ও তুলসী চারা দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নন্দীগ্রামে ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বলেন, গ্রামের মা ও বোনেরা দিনরাত পরিশ্রম করে সরকারি প্রকল্পগুলি জনসাধারণের কাছে পৌঁছে দেন, আজ সেই সব গ্রামীণ সেবিকাদের সেবা প্রদান করার সুযোগ হল। এদিন শুভেন্দু অধিকারী ওই মহিলাদের হাতে উপহার ও তুলসী চারা তুলে দিয়ে তাদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি দেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত স্তরের নির্বাচিত মহিলা জনপ্রতিনিধি, স্বনির্ভর গোষ্ঠী ও সমবায়ের মহিলা সদস্যরা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁদের উদ্দেশ্যে বিশেষ মন্তব্য করে বলেন যে, ‘মোদীজির কর্মনিষ্ঠার মতোই এই মহিলাদের নিষ্ঠা আমাদের অনুপ্রেরণা যোগায়।’

রাজ্যের নারী সুরক্ষা তলানিতে গিয়ে ঠেকেছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

এর পরেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, রাজ্যে নারী সুরক্ষা তলানিতে। ইন্টারনাল সিকিউরিটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মা, চন্দ্রবাবু নাইডুর বা দিল্লির পুলিশ যেভাবে কাজ করে, এখানে তা হয় না। মালদহের চাঁচলে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর ঘটনায় অভিযুক্তদের তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন যে, পাঁশকুড়ার সরকারি হাসপাতালে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জাহির আব্বাস তৃণমূলের বড় নেতা। মহিলা স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্লীলতাহানি এবং ধর্ষণের জন্য আলাদা ঘর ছিল। তিনি দাবি করেন, এসব ঘটনায় মমতা সরকারের বড় নেতাদের হাত রয়েছে এবং ২০১৮ সাল থেকে এই পরিস্থিতি চলমান।

এছাড়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন স্লোগান তুলে বলেন যে, ‘ধর্ষকদের নেত্রী কে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে!’ এই প্রসঙ্গে বাংলার সম্প্রতি ভয়ানক ঘটনা অভয়া প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তিনি বলেন, অভয়ার দেহ যে তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করতে সেই সোমনাথকে পানিহাটির চেয়ারম্যান করে দিলেন মমতা। অনুব্রত মণ্ডল পুলিশের মা, স্ত্রীদের ধর্ষণ করার কথা বলেও পর পেয়ে গেলেন। এ কোন রাজ্যে আমরা বাস করি? ব্রিটিশরাও বলেনি শাঁখা, পলা, নোয়া, মঙ্গলসূত্র খুলে পরীক্ষা দিতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সে কথা বলছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, এখানে মুসলিম লিগের সরকার চলছে, তাই নোয়া খুলে পরীক্ষা দেওয়ার কথা বলছে। কোনওদিন এই রাজ্যে আগে এমন হয়নি ।

শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন যে, নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার অনুযায়ী ভোটার তালিকা সমীক্ষা (SIR) জরুরি। ১৩ লক্ষ মৃত্যুজনিত কারণে নিষ্ক্রিয় থাকা ব্যক্তির নাম ভোটার তালিকায় আছে, এছাড়া ১ কোটি নামের মধ্যে একাধিক নাম রয়েছে, যার মধ্যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরাও আছে। তিনি সতর্ক করেন, এই নামগুলি বাদ না হলে সঠিক নির্বাচন সম্ভব নয়।

Suvendu Adhikari criticizes Bengal government over women’s safety

আরও পড়ুনঃ কেন থমকে উন্নয়ন? হাইকোর্ট প্রশ্ন করতেই উন্নয়ন প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করল নবান্ন

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট বলেন যে, রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত নয়। আর তার জন্য দায়ী বর্তমান রাজ্য সরকার। তিনি দাবি তোলেন যে, এই রাজ্যের মহিলারাই এবার মমতার সরকারকে সরাবে। এখন দেখার আসন্ন বিধানসভা নির্বাচনে কি হয়।