বাংলাহান্ট ডেস্ক: আকস্মিক কর্মী ছাঁটাই গুগলের (Google)। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় একের পর এক পরিবর্তন ঘটছে। বিশ্বজুড়ে যখন এআই-এর ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তখনই নতুন করে আলোচনায় এসেছে গুগলের একটি পদক্ষেপ। জানা গিয়েছে, আমেরিকান টেক জায়ান্ট গুগল তাদের গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প— Gemini এবং AI Overviews থেকে হঠাৎ করেই ২০০-র বেশি কর্মীকে ছাঁটাই করেছে। অভিযোগ উঠেছে, কোনও প্রকার আগাম নোটিস ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে কর্মীদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে।
গুগলে আকস্মিক কর্মী ছাঁটাই (Google)
যে কর্মীদের ছাঁটাই করা হয়েছে, তাঁরা সরাসরি গুগলের (Google) মূল কর্মী নন। তাঁরা কাজ করতেন গ্লোবাল লজিক নামের একটি প্রতিষ্ঠানের হয়ে, যারা চুক্তিভিত্তিকভাবে গুগলের জন্য কাজ করত। এই কর্মীদের বলা হত ‘সুপার রেটার’, যাঁদের দায়িত্ব ছিল গুগলের এআই সিস্টেমকে আরও নির্ভুল, ব্যবহারবান্ধব এবং প্রাকৃতিক করে তোলা। এদের মধ্যে অনেকেই ছিলেন উচ্চশিক্ষিত, এমনকি কয়েকজনের কাছে পিএইচডি ডিগ্রিও ছিল।
আরও পড়ুন:জন্মদিনে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর! বিনামূল্যে চিকিৎসা পাবেন ৪ কোটিরও বেশি মহিলা
সূত্র অনুযায়ী, গুগলে (Google) ‘সুপার রেটার’দের কাজ ছিল ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে এআই-এর উত্তর বা প্রতিক্রিয়াকে পরীক্ষা করা এবং তা আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় ফিডব্যাক দেওয়া। অর্থাৎ, Gemini বা AI Overviews-এর মতো প্রোজেক্টগুলোকে আরও কার্যকরী করে তোলার ক্ষেত্রে তাঁদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তবুও কোনও কারণ না জানিয়ে এই কর্মীদের বিদায় জানানো হয়েছে বলে দাবি।
এমন পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, গুগলের (Google) এই সিদ্ধান্ত এআই খাতে মানবকর্মীর প্রয়োজনীয়তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। যদিও প্রযুক্তি জগতে এআই নির্ভরতা যত বাড়ছে, ততই বিভিন্ন প্রতিষ্ঠানে মানবশ্রমের জায়গা সংকুচিত হচ্ছে। গুগলের সাম্প্রতিক ছাঁটাইকে তাই অনেকেই বলছেন এআই যুগের আরেকটি কঠিন বাস্তবতা।
আরও পড়ুন: বাজার জুড়ে ভেজাল হলুদের ছড়াছড়ি, নামী ব্র্যান্ডের নামে চলছে ‘বিষ’ বিক্রি মুর্শিদাবাদে
কর্মীদের একাংশের বক্তব্য, হঠাৎ করে কাজ হারানোয় তাঁদের আর্থিক ও মানসিক চাপ বহুগুণ বেড়েছে। অন্যদিকে, গুগল (Google) বা গ্লোবাল লজিক এই বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেয়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই প্রোজেক্টের পরিধি যত বাড়ছে, ভবিষ্যতে আরও এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ফলে একদিকে এআই বিশ্বজুড়ে অগ্রগতির নতুন দ্বার খুলে দিচ্ছে, অন্যদিকে কর্মসংস্থানের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করছে। গুগলের (Google) এই পদক্ষেপ তাই শুধু ছাঁটাই নয়, প্রযুক্তি ও কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের আরেকটি ইঙ্গিত।