বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসন্ন দুর্গাপুজো। পুজো মানেই আত্মীয় পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে হই হুল্লোড় ও আড্ডা দেওয়া। এর পাশাপাশি সারারাত ধরে ঠাকুর দেখা। কিন্তু এই পুজোর সময় ঘুরতে গিয়ে দেখা যায় বাচ্চা থেকে বয়স্ক অনেকেই হারিয়ে যান। যদি এরকম ঘটনা ঘটে তাহলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা কলকাতা পুলিশের সঙ্গে (Kolkata Police)। পুজোর পাঁচ দিনের জন্য হেল্পলাইন নম্বর চালু করল লালবাজার।
ভিড় সামলাতে পাঁচ দিনের হেল্পলাইন চালু করল লালবাজার (Kolkata Police)
পুজো মানে পরিবার প্রিয় জন অথবা বন্ধু-বান্ধবদের সঙ্গে হই হই করে প্যান্ডেল ঘোড়া। তবে অনেক সময় দেখা যায় প্যান্ডেল ঘুরতে বেরিয়ে বয়স্ক অথবা বাচ্চারা হারিয়ে যান। তখন সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন কলকাতা পুলিশের (Kolkata Police) সঙ্গে। চলতি বছর পুজোর পাঁচ দিনের জন্য হেল্পলাইন নম্বর চালু করল লালবাজার।
আর এই নম্বরটি হল- ৯১৬৩৭৩৭৩৭৩। এ ছাড়াও যোগাযোগ করতে পারেন লালবাজার কন্ট্রোল রুমে। পাশাপাশি সেখানে তিনটি নম্বরে যোগাযোগ করতে পারেন। সেগুলি হল— ১০০, ০৩৩-২২৫০-৫০৯০, ০৩৩-২২১৪-৩২৩০।
আরও পড়ুন: কলকাতায় বৃহস্পতিবার থেকেই পদ্মার ইলিশ বিক্রি, দাম নিয়ে চড়া জল্পনা
এবার নিখোঁজ হয়ে যাওয়া কারও ব্যাপারে পুলিশকে জানাতে যোগাযোগ করতে পারেন লালবাজারের ‘মিসিং পার্সন স্কোয়াড’-এর সঙ্গে। সেখানকার নম্বর হল— ০৩৩-২২৫০-৫১৫৩, ০৩৩-২২১৪-১৮৩৫। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার জেলা শিশু সুরক্ষা আধিকারিকের সঙ্গেও যোগাযোগ করা যাবে। নম্বরটি হল— ১০৯৮।
প্রসঙ্গত এই নাম্বার গুলি আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে যা চলবে ১ অক্টোবর পর্যন্ত। উল্লেখ্য, দেবীপক্ষ সূচনা হতে আর মাত্র ৯ দিন বাকি। ইতিমধ্যে চারপাশে চলছে জোর কদমে পুজোর প্রস্তুতি। পুজোয় যাতে সবকিছু সুষ্ঠ সম্পূর্ণ হয় তার জন্যই এই নজরের ওপর ব্যবস্থা রেখেছে কলকাতা পুলিশ (kolkata Police)