বাংলাহান্ট ডেস্ক : নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। প্রতিশ্রুতি রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিন দুই যেতে না যেতেই দিশা পাটানির (Disha Patani) বাড়ির সামনে হামলার ঘটনায় জড়িত দুজনকে নিকেশ করল উত্তরপ্রদেশ পুলিশ। বুধবার মুখোমুখি সংঘর্ষে নিহত হয় দুই অভিযুক্ত।
পুলিশি এনকাউন্টারে খতম দিশার (Disha Patani) বাড়িতে হামলাকারীরা
সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রাজ্য পুলিশের এসটিএফ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায় হামলার ঘটনায় জড়িত দুই ব্যক্তি। উত্তপ্ত গুলি বিনিময়ে মৃত্যু হয় দুই অভিযুক্ত রবিন্দ ওরফে কুলু এবং অরুণের। জানা গিয়েছে, এরা দুজনেই গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারার দলের সদস্য। দিশার (Disha Patani) বাড়ির সামনে গুলি চলার ঘটনায় আগেই দায় স্বীকার করেছিল এই দুই কুখ্যাত গ্যাংস্টারের দল।
তদন্ত চলছে ঘটনায়: উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে দুই অভিযুক্তের মৃত্যুর কথা সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। ওই দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গিয়েছে। এখনও তদন্ত চলছে বিষয়টি নিয়ে। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। আচমকাই দিশার (Disha Patani) বরেলির বাড়ির সামনে গুলি চলে। কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালায় দুই সন্দেহভাজন বাইক আরোহী।
আরও পড়ুন : এশিয়া কাপ চলাকালীন গড়লেন ইতিহাস! ICC র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছলেন বরুণ চক্রবর্তী
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী: ওই ঘটনায় কেউ হতাহত না হলেও বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে। জানা যায়, দিন দুয়েক আগে গভীর রাতে যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেন দিশার (Disha Patani) বাবা। সবটা তিনি জানান মুখ্যমন্ত্রীকে। তখনই তিনি আশ্বাস দেন যে অপরাধীদের ঠিকই শাস্তি দেওয়া হবে। তারপরেই এই অ্যাকশন।
আরও পড়ুন : মৃত পুত্রের সম্মানহানি, দু মাস পর নতুন করে আহমেদাবাদ দুর্ঘটনার তদন্ত শুরুর আর্জি পাইলটের বাবার
প্রসঙ্গত, বলিউডের সঙ্গে অন্ধকার জগতের যোগসূত্র দীর্ঘদিনের। তবে ইদানিং একাধিক তারকা নিশানায় চলে আসছেন কুখ্যাত গ্যাংস্টারদের। সলমন খানের লাগাতার খুনের হুমকি পাওয়া হোক বা বছর কয়েক আগে সিধু মুসেওয়ালার হত্যা, আতঙ্ক বাড়ছে টিনসেল টাউনে। তবে দিশা পাটানির ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলের।