চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এয়ারপোর্টে ৯৭৬ টি শূন্যপদে নিয়োগ, সঙ্গে মোটা বেতন

Published on:

Published on:

AAI Recruitment notice at the airport job opportunities in about 976 positions

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। প্রায় ৯৭৬ টি পদে নিয়োগ করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI Recruitment)। এমনই একটি নোটিশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার চুক্তির ভিত্তিতে জুনিয়র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হবে। পাশাপাশি এর বেতন হবে বেশ আকর্ষণীয়।

এয়ারপোর্টে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, প্রায় ৯৭৬ টি পদে চাকরির সুযোগ (AAI Recruitment)

এই চাকরির জন্যই তারাই আবেদন করতে পারবেন যারা আর্কিটেকচার, সিভিল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশনস, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আইটি কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকরা করেছেন । এছাড়াও শর্ত একটাই, প্রার্থীদের অবশ্যই ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (GATE) উত্তীর্ণ হতে হবে (AAI Recruitment)।

নোটিফিকেশন pdf ডাউনলোড করতে এখানে ক্লিক করুন: https://akm-img-a-in.tosshub.com/lingo/inline-images/any/atbn/092025/aa-notification.pdf

এলিজিবিলিটি ও বয়স: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। সেইসঙ্গে স্নাতক ও স্নাতক উত্তর পরীক্ষায় মিনিমাম নম্বরে পাস করতে হবে। এর পাশাপাশি এই পদে আবেদনের জন্য কোন এক্সপেরিয়েন্স বাধ্যতামূলক নয়। সরকারি দফতরের কর্মীরাও এই নির্দিষ্ট শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন।

AAI Recruitment notice at the airport job opportunities in about 976 positions

আরও পড়ুন: ঠাকুর দেখার ভিড়ে বাচ্চা-বুড়ো হারিয়ে গেলে কাজে আসবে লালবাজারের হেল্পলাইন নম্বর

বেতন: এই চাকরিতে আপনি সিলেকশন হলে প্রতি মাসে মাইনে পাবেন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা। এর পাশাপাশি এর সঙ্গে ডিএ, এইআরএ, সত্য সাপেক্ষে ৩৫ শতাংশ পর্যন্ত ভাতা, পিএফ, গ্রাচুইটি, মেডিকেল বেনিফিটসহ অন্যান্য ভাতা যুক্ত হবে। সব মিলিয়ে বছরে প্রায় ১৩ লক্ষ টাকার কাছাকাছি সিটিসি (CTC) হবে আপনার।

AAI Recruitment notice at the airport job opportunities in about 976 positions

কীভাবে করবেন আবেদন?

অনলাইনে সরাসরি AAI এর অফিসিয়াল ওয়েবসাইট aai.aero(CLICK HERE) থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। অনলাইনের আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত (AAI Recruitment)।