বাংলা হান্ট ডেস্কঃ এবছর শতবর্ষে পদার্পণ করল উত্তর কলকাতার অন্যতম খ্যাতনামা দুর্গাপুজো কমিটি টালা প্রত্যয়। বিশেষ এই উপলক্ষে পুজোর থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু গানের কথাই নয়, গানটির সুরও দিয়েছেন তিনি। আর সেই গান গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন।
বুধবার কোয়েস্ট মলে প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) লেখা নতুন পুজো থিম সং
বুধবার দক্ষিণ কলকাতার কোয়েস্ট মলে এক জমকালো অনুষ্ঠানে এই থিম সং-এর মিউজিক ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। এদিন এই মিউজিক ভিডিও প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, অনির্বাণ চক্রবর্তী-সহ আরও অনেক বিশিষ্ট মানুষরা।
পুজো কমিটির পক্ষ থেকে ধ্রুবজ্যোতি বোস শুভ বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের জন্য বিশেষ গান লিখেছেন, আর সেটি সুন্দরভাবে গেয়েছেন ইন্দ্রনীল সেন, এটা আমাদের কাছে সত্যিই গর্বের।” এছাড়া এই বছর পুজোর থিম উপলক্ষে তিনি জানান, জীবনের বীজ প্রকৃতি ও মাতৃদেবীর প্রতীক হিসেবে প্রতিফলিত হবে এবছরের প্যান্ডেলের নকশা, প্রতিমা এবং উঠোনের সাজসজ্জা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য পুজোর গান লেখা নতুন কিছু নয়। প্রতি বছরই তিনি বিভিন্ন বড় পুজো কমিটির জন্য থিম সং রচনা করে থাকেন। দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের থিম সং লেখার কৃতিত্বও তাঁর। গত কয়েক বছর ধরেই সুরুচি সংঘের দুর্গাপুজোর গান লিখছেন তিনি।
আরও পড়ুনঃ ‘দিদি তো ১ লক্ষ টাকা দিয়েছেন, তবুও চাঁদা চাইছেন?’ মহিষাদলে সুজাতা মাইতির পোস্টার ঘিরে হইচই
এর আগে “মাগো তোমার এত রূপ দেখিনি তো আগে…” গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল, যা লিখেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ২০২৩ সালে স্পেন সফরের সময় গানটি লিখেছিলেন তিনি। সেই গান সহ আরও কয়েকটি গান গেয়েছেন বলিউড ও টলিউডের নামী শিল্পীরা, যেমন- শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান, জিৎ গঙ্গোপাধ্যায়, পলক মুচ্ছলের মতো তারকারা। এবার শতবর্ষী টালা প্রত্যয়ের জন্য ফের প্রকাশিত হল তাঁর লেখা নতুন গান।