বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকর্মা পূজার পরের দিন আরও একবার সমস্যার সম্মুখীন হল নিত্যযাত্রীরা। এখনো পর্যন্ত ২৪ ঘন্টা কাটতে পারেনি তার মধ্যে দ্বিতীয় বার সাত সকালে ফের গ্রীনলাইনে মেট্রো (Kolkata Metro) পরিষেবায় বিভ্রাট দেখা দেয়। এর ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
যাত্রীরা অসন্তুষ্ট, গ্রিন লাইনে ২৪ ঘণ্টায় ফের মেট্রো বিভ্রাট (Kolkata Metro)
জানা যায়, বৃহস্পতিবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদা মেট্রো পরিষেবা (Kolkata Metro) বন্ধ রয়েছে। শুধুমাত্র চলছে শিয়ালদহ থেকে এক্সপ্ল্যানেড পর্যন্ত। আর এই কথা জানাজানি হতে ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীদের বক্তব্য, পরিষেবা ঠিকঠাক দিতে না পারায় প্রতিদিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।
আরও পড়ুন: সোনার দরে পতন ক্রেতাদের মুখে হাসি, জেনে নিন ১ গ্রামের দাম…
সূত্রের খবর, বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাটের জেরে এই পরিষেবায় বিপত্তি হয়েছে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ। তবে দ্রুত কাজ করা হচ্ছে। কিন্তু কতক্ষণে এই পরিষেবা স্বাভাবিকভাবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এই পরিষেবা বন্ধ থাকায় অফিস যেতে যথারীতি অসুবিধার মুখোমুখি হতে হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা মেট্রো গ্রিনলাইনের হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে নিরবিচ্ছিন্ন পরিষেবার সূচনা করেন। তার ২৭ দিনের মাথায় বুধবার আচমকায় এই বিভ্রাট প্রথম দেখা দেয়। তার পর আজ আবারও মেট্রো পরিষেবা বন্ধ হওয়া যথারীতি ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। জানা যায়, এ দিন সকাল ১০টা ৩৬ মিনিটে বিদ্যুৎ বিভ্রাটের ফলে সিগন্যালে সমস্যা দেখা দেওয়ার জেরে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর–ফাইভ পর্যন্ত অংশে অর্থাৎ গোটা গ্রিন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।