বাংলাহান্ট ডেস্ক : প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহের সিরিয়ালের টিআরপি (TRP) তালিকা। প্রতি সপ্তাহের মতো এবারও চমকে ঠাসা এই টিআরপি তালিকা। আবারও বেশ কিছু বদল হয়েছে তালিকা জুড়ে। অনেক সিরিয়ালের উত্থান পতন হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই টিআরপিতে (TRP) অনেকটা পরিবর্তন এসেছে।
টিআরপি (TRP) তালিকার শীর্ষে কোন সিরিয়াল?
নিজের জায়গা এক সপ্তাহ পরেই ছিনিয়ে নিয়েছে ‘পরশুরাম’। তবে সার্বিক ভাবে কমেছে টিআরপি (TRP)। মাত্র ৬.৫ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল। এরপরেই রয়েছে ‘পরিণীতা’ এবং ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। দুই সিরিয়ালেরই দখলে রয়েছে ৬.৩ পয়েন্ট।
নম্বর কমেছে সিরিয়ালের: তিন নম্বরে জায়গা পেয়েছে জগদ্ধাত্রী। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১। চতুর্থ স্থানে আবার একসঙ্গে উঠে এসেছে ফুলকি, চিরসখা এবং রাঙামতি তীরন্দাজ। তিন সিরিয়ালের (TRP) দখলেই ৬.০ পয়েন্ট। প্রথম পাঁচেই বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল উঠে এসেছে।
কে কোন স্থানে রয়েছে: ৫.৮ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’। এই দুই সিরিয়ালই পেয়েছে ৫.৮ নম্বর। এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ‘জোয়ার ভাঁটা’। নতুন শুরু হয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি।
আরও পড়ুন : যেমন কথা তেমন কাজ, যোগীর আশ্বাসের পরেই পুলিশের গুলিতে নিকেশ দিশার বাড়িতে হামলাকারীরা
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম (৬.৫)
দ্বিতীয়- পরিণীতা, রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৩)
তৃতীয়- জগদ্ধাত্রী (৬.১)
চতুর্থ- ফুলকি, চিরসখা, রাঙামতি তীরন্দাজ (৬.০)
পঞ্চম- চিরদিনই তুমি যে আমার, আমাদের দাদামণি (৫.৮
ষষ্ঠ- জোয়ার ভাঁটা (৫.২)
সপ্তম- কথা (৫.১)
অষ্টম- তুই আমার হিরো, লক্ষ্মীঝাঁপি (৪.৫)
নবম- গৃহপ্রবেশ, অনুরাগের ছোঁয়া, কনে দেখা আলো (৪.৩)
দশম- কুসুম (৪.০)
আরও পড়ুন : সিরিয়ালের মাঝেই বিরাট পরিবর্তন, রাতারাতি বদলে গেল মূল নায়িকা! কী প্রভাব পড়বে দর্শকদের উপর?
বেশ কিছু সিরিয়ালের ক্ষেত্রে এ সপ্তাহে পরিবর্তন এসেছে। এ সপ্তাহে মোট নয়টি সিরিয়াল রয়েছে প্রথম পাঁচে। তবে সার্বিক ভাবে টিআরপি বড়সড় পতঞ হয়েছে। নম্বর কমেছে সব সিরিয়ালের।