বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই ঘোষণা হয়েছে বাংলাদেশ থেকে ভারতে আসছে টন টন ইলিশ (Hilsa Fish)। দুর্গাপুজোর আগেই বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশের স্বাদ নেওয়ার আশায় মুখিয়ে রয়েছে আমবাঙালি। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই কলকাতার বাজার গুলিতে ঢুকতে শুরু করে দেবে ওপার বাংলার ইলিশ (Hilsa Fish)। এর মধ্যেই এমন এক ঘোষণা হল যে হুলস্থুল পড়ে গেল ইলিশ প্রেমীদের মধ্যে।
মাত্র ১০ টাকায় মিলবে ইলিশ মাছ (Hilsa Fish)!
মাত্র ১০ টাকায় পাওয়া যাবে ইলিশ (Hilsa Fish)! কোনও স্বপ্ন নয়, একেবারে সত্যি। বর্তমানে বাজারে যেখানে ১০০০ টাকার নীচে পছন্দসই ইলিশে হাত ছোঁয়ানোই যায় না, সেখানে নাকি ১০ টাকায় মিলবে টাটকা রূপোলি শষ্য! সম্প্রতি বাংলাদেশে এমনই ঘোষণা করেন ফরিদপুরের রায়হান জামিল নামে এক ব্যক্তি। ভাঁওতাবাজি নয়, সত্যি সত্যিই ইলিশ (Hilsa Fish) নিয়েও এসেছিলেন তিনি। কিন্তু তারপরেই যা ঘটল, রীতিমতো প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচলেন তিনি।
জড়ো হয় হাজার মানুষ: গত ১৭ সেপ্টেম্বর ঘোষণা মতো ফরিদপুরের একটি মাঠে প্রায় ৬০০ ইলিশ নিয়ে হাজির হন ওই ব্যক্তি। এদিকে ১০ টাকায় ইলিশের (Hilsa Fish) পোস্টার দেখে ভিড় জমান প্রায় হাজার খানেক মানুষ। চাহিদার তুলনায় জোগান কম পড়তেই শুরু হয় বিক্ষোভ। মুহূর্তের মধ্যে ৬০০ ইলিশ (Hilsa Fish) শেষ হয়ে যাওয়ায় লাইনে দাঁড়ানো জনতার তীব্র ক্ষোভের মুখে পড়েন রায়হান।
আরও পড়ুন : সিরিয়ালের মাঝেই বিরাট পরিবর্তন, রাতারাতি বদলে গেল মূল নায়িকা! কী প্রভাব পড়বে দর্শকদের উপর?
শেষমেষ কী হল: ক্ষোভের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে গেলেও তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে জনতা। শেষমেষ পুলিশ (Hilsa Fish) গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে পুলিশ জানায়, রায়হানকে তাঁরা আগেই সতর্ক করেছিলেন। জানা গিয়েছে, রায়হান একজন নির্দল প্রার্থী। জনতার মন জয় করতেই এই পন্থা নেন তিনি।
আরও পড়ুন : এক ধাক্কায় কমল সব নম্বর, প্রথম পাঁচে ৯ টি মেগা! এবার বেঙ্গল টপার হল কে?
এই ঘটনার পর ওই ব্যক্তি ক্ষমাও চেয়ে নেন। তিনি বলেন, সকলের সামর্থ্য নেই ইলিশ কিনে খাওয়ার। তাই তিনি ১০ টাকায় ইলিশ দিতে চেয়েছিলেন। কিন্তু এত বেশি লোক জড়ো হয়ে যাওয়াতে সবাইকে ইলিশ দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাতেই বিপত্তি।