বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে পুজো। বাকি আর প্রায় এক সপ্তাহ। প্যান্ডেল হপিংয়ের প্ল্যান চলছে জোরকদমে। উত্তর, দক্ষিণ থেকে মধ্য কলকাতার অধিকাংশ পুজো কভার করতেই হাঁপিয়ে ওঠেন অনেকে। তার মধ্যে আবার রাস্তার যানজট তো আছেই। তাই অনেকেই ভরসা রাখেন মেট্রোতে (Kolkata Metro)। উপরন্তু এবার মেট্রোয় বেড়েছে রুট সংখ্যা। পুজোয় যাত্রীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন তার জন্য এবার বড় উদ্যোগ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)।
পুজোয় ভিড় নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ কলকাতা মেট্রোর (Kolkata Metro)
মেট্রোয় নতুন রুট যেমন বেড়েছে, তেমনই ভিড়ও গতবারের তুলনায় আরও বেশি হবে বলে মনে করছে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। তাই এখন থেকেই কোমর বাঁধছে কলকাতা মেট্রো। যাত্রীদের সুবিধার্থে এবার পুজো স্পেশাল ‘টুরিস্ট স্মার্ট কার্ড’ চালু করতে চলেছে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। এই বিশেষ কার্ডের মাধ্যমে পুজোর সময় যতবার খুশি মেট্রোয় যাতায়াত করতে পারবে যাত্রীরা।
কত করে পড়বে দাম: বুধবার কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, পুজোর সময় টুরিস্ট স্মার্ট কার্ড ইস্যু করা হবে। এই স্মার্ট কার্ডের বৈধতা থাকবে তিনদিন এবং পাঁচদিনের জন্য। এই দুরকম স্মার্ট কার্ডের দাম পড়বে যথাক্রমে ২৫০ টাকা এবং ৫৫০ টাকা। এই কার্ড দিয়ে যতবার খুশি মেট্রো (Kolkata Metro) পরিষেবা নিতে পারবেন যাত্রীরা।
আরও পড়ুন : এক ধাক্কায় কমল সব নম্বর, প্রথম পাঁচে ৯ টি মেগা! এবার বেঙ্গল টপার হল কে?
কী জানাল মেট্রো: মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়েছে, পুজোর সময় সমস্ত টিকিট কাউন্টারেই এই স্মার্ট কার্ড। এবার পুজোয় ভিড় নিয়ন্ত্রণ করতে স্মার্ট কার্ড এবং টুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করায় জোর দিচ্ছে মেট্রো (Kolkata Metro)। পাশাপাশি ‘আমার মেট্রো’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটলে পাঁচ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন : বাজারে ঢুকছে বাংলাদেশের রূপোলি শষ্য, এদিকে মাত্র ১০ টাকায় চওড়া পেটির ইলিশ! ঘোষণা হতেই যা হল…
প্রসঙ্গত, গত বছর পুজোয় কলকাতা মেট্রোতে প্রতিদিন গড়ে প্রায় ৯ লক্ষ যাত্রী যাতায়াত করেছিলেন। তবে এবার সংখ্যাটা গড়ে ১০-১১ লক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।