বাংলাহান্ট ডেস্ক : বলিউডের তারকাদের কাছে হলিউডের একটা আলাদাই কদর রয়েছে। বলিউডের অনেক তারকাই ইতিমধ্যে পা রেখেছেন হলিউডে। উলটোটা তুলনামূলক কম হলেও উদাহরণ রয়েছে একাধিক। এবার আরও এক হলিউড অভিনেত্রী (Sydney Sweeney) পেলেন বলিউডে ডেবিউয়ের প্রস্তাব। আকাশছোঁয়া পারিশ্রমিকের অফার দিয়ে বলিউডে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে।
হলিউড তারকা সিডনি সুইনি (Sydney Sweeney) এবার বলিউডে?
হলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে সিডনি সুইনির (Sydney Sweeney) জনপ্রিয়তা বেড়ে চলেছে দ্রুত। রূপসী কন্যার আকর্ষণীয় ফিগার এবং অভিনয় দক্ষতাই দর্শকদের মাঝে তাঁর খ্যাতি বাড়িয়ে চলেছে ক্রমশ। আর এবার বলিউডেও নিজের জাদু দেখানোর জন্য লোভনীয় প্রস্তাব পেলেন সিডনি (Sydney Sweeney)। জানা যাচ্ছে, পারিশ্রমিকের অঙ্ক শুনে অভিনেত্রী নিজেই নাকি চমকে গিয়েছেন।
কত টাকার প্রস্তাব: সংবাদ মাধ্যম সূত্রে খবর, এক প্রযোজনা সংস্থার তরফে ৫৩০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে সিডনিকে (Sydney Sweeney)। জানা যাচ্ছে, প্রায় ৪১৫ কোটি টাকার পারিশ্রমিক সহ প্রায় ১১৫ কোটি টাকার স্পনসরশিপ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে।
আরও পড়ুন : বাজারে ঢুকছে বাংলাদেশের রূপোলি শষ্য, এদিকে মাত্র ১০ টাকায় চওড়া পেটির ইলিশ! ঘোষণা হতেই যা হল…
কোন চরিত্রে অভিনয়: জানা যাচ্ছে, ছবিতে একজন মার্কিন তরুণীর চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন হলিউড অভিনেত্রী। তিনি প্রেমে পড়বেন একজন ভারতীয় তারকার। নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, দুবাইয়ের মতো জায়গায় শুটিং হওয়ার কথা রয়েছে বলে খবর। এ বিষয়ে কী বলছেন সিডনি (Sydney Sweeney)?
আরও পড়ুন : গতবারের ভিড়ও ছাপিয়ে যাওয়ার আশঙ্কা, নির্বিঘ্নে পুজো পরিক্রমায় ‘টুরিস্ট স্মার্ট কার্ড’-এর ঘোষণা মেট্রোর
সূত্রের খবর, সিডনিও নাকি প্রথমটা এমন প্রস্তাব পেয়ে অবাক হয়েছিলেন। কারণ টাকার অঙ্কটা কম নয়। উপরন্তু ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি দ্রুত উন্নতি করছে। এই ছবিতে অভিনয় করলে আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর জনপ্রিয়তা আরও বাড়বে। সূত্র আরও জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই নেননি সিডনি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা করছেন তিনি। যদি এই প্রস্তাব তিনি গ্রহণ করেন, তবে তিনিই হবেন ইন্ডাস্ট্রির সবথেকে ‘দামি’ তারকা।