রতন টাটার প্রয়াণের পরে এই বিলাসবহুল হোটেল বিক্রির পথে টাটা গ্রুপ! ১৭,৬০০ কোটি টাকায় হতে পারে ডিল

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের শিল্প জগতের অন্যতম বড় সংস্থা টাটা গ্রুপ (Tata Group) তাদের হোটেল ব্যবসায় একটি বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, টাটার তাজ হোটেল চেইনের অন্তর্গত আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত বিলাসবহুল হোটেল “দ্য পিয়েরে”-কে বিক্রি করার পরিকল্পনা করছে। এই চুক্তির মূল্য প্রায় ২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৬২৮ কোটি টাকা) হতে পারে।

বড় পরিকল্পনা টাটা গ্রুপের (Tata Group):

ইতিমধ্যেই ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়া এবং সৌদির ব্যবসায়ী এসাম খাশোগির নাম সম্ভাব্য ক্রেতা হিসেবে সামনে আসছে। যদি, এই চুক্তিটি সম্পন্ন হয়, তাহলে তাজ প্রায় ২০ বছর পর “দ্য পিয়েরে” হোটেলটির ব্যবস্থাপনা ছেড়ে দেবে। এরপর, আমেরিকায় তাজের একটি মাত্র হোটেল থাকবে। সেটি হল তাজ ক্যাম্পটন প্লেস (সান ফ্রান্সিসকো)।

Tata Group is on the verge of selling this hotel after Ratan Tata's death.

যদিও, তাজ গ্রুপ এখনও এই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে, নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে দ্য পিয়ের হোটেলের বোর্ড বিক্রয়ের জন্য চূড়ান্ত আলোচনায় রয়েছে। যদি চুক্তিটি চূড়ান্ত হয়, সেক্ষেত্রে হোটেলের ম্যানেজমেন্ট সুলতান হাসানাল বলকিয়ার মালিকানাধীন বিলাসবহুল চেইন ডরচেস্টার কালেকশনের কাছে হস্তান্তর করা হতে পারে। এদিকে, এসাম খাশোগি এই চুক্তির ফান্ডিং করবেন বলে অনুমান করা হচ্ছে।

২০০৫ সালে তাজ হোটেলটি অধিগ্রহণ করে: জানিয়ে রাখি যে, ২০০৫ সালে তাজ (Tata Group) “দ্য পিয়েরে হোটেল” অধিগ্রহণ করে, সেটিকে উত্তর আমেরিকার সবচেয়ে এক্সক্লুসিভ হোটেল বলে অভিহিত করে। ২০০৯ সালে হোটেলটি ১০০ মিলিয়ন ডলার ব্যয়ে সংস্কার করা হয়। হোটেলটিতে ১৮৯ টি কক্ষ, একটি রেস্তোরাঁ এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে।

আরও পড়ুন: ভারতে হু হু করে বাড়ছে ধনীদের সংখ্যা! দেশে মোট কত কোটিপতি পরিবার রয়েছে? জানলে হবেন “থ”

অ্যাপার্টমেন্ট মালিকরাও শেয়ারহোল্ডার: ওই হোটেলে বসবাসকারী অ্যাপার্টমেন্ট মালিকরাও শেয়ারহোল্ডার। এর মধ্যে রয়েছেন প্রাক্তন মার্কিন বাণিজ্য সচিব এবং ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাওয়ার্ড লুটনিক, জর্ডানের রাজকুমারী ফিরিয়াল, ফ্যাশন ডিজাইনার টরি বার্চ এবং প্রাক্তন ডিজনি প্রধান মাইকেল আইজনারের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা।

২০২৫ সালে ৮২ কোটি টাকার ক্ষতি: সান ফ্রান্সিসকোর পিয়েরে হোটেল এবং তাজ ক্যাম্পটন প্লেস উভয়েরই মালিকানাধীন ইউনাইটেড ওভারসিজ হোল্ডিংস (UOH)। যেটি টাটা গ্রুপের হোটেল কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের (IHCL) ১০০ শতাংশ সহযোগী প্রতিষ্ঠান। রিপোর্ট অনুসারে, IHCL ২০২৫ অর্থবর্ষে UOH-তে ২,৩২৪ কোটি টাকা বিনিয়োগ করেছিল। কিন্তু সেই সময়ে কোম্পানিটি ৮২ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়।

আরও পড়ুন: জাপানে হাজির পাকিস্তানের “ফুটবল টিম”, বিমানবন্দর থেকেই তাড়ানো হল, কারণ জানলে চমকে উঠবেন

কী জানিয়েছেন IHCL চেয়ারম্যান: এই প্রসঙ্গে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের (IHCL) চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন সম্প্রতি জানান যে, কোম্পানির কোনও আগ্রাসী বিদেশি সম্প্রসারণের পরিকল্পনা নেই। জুলাই মাসে বার্ষিক সাধারণ সভায় (Tata Group) তিনি বলেছিলেন, “আমরা প্রতিটি বিশ্ব বাজারে যাব না। তবে শুধুমাত্র নির্বাচিত স্থানে সম্প্রসারণ করব।” ২০২৫ অর্থবর্ষে IHCL-এর আন্তর্জাতিক হোটেলগুলি প্রায় ১,৫১২ কোটি টাকার রেভিনিউ এবং ২০২ কোটি টাকার পরিচালন মুনাফা রিপোর্ট করেছিল।

রতন টাটার মৃত্যুর পর হোটেলটি বিক্রি করা হচ্ছে: উল্লেখ্য যে, “দ্য পিয়ের হোটেল” বিক্রির খবর রতন টাটার মৃত্যুর এক বছরের মধ্যেই (৯ অক্টোবর, ২০২৪) সামনে এসেছে। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, রতন টাটার চলে যাওয়ার পর টাটা গ্রুপের (Tata Group) মধ্যে সামগ্রিক পরিস্থিতি ভালো যাচ্ছে না। প্রথমে, TCS-এ ছাঁটাইয়ের খবর, নিয়োগ স্থগিতকরণ এবং তারপর ভোপালের মতো শহরে কার্যক্রম বন্ধ করে দেওয়ার খবর বাজারে শোরগোল ফেলেছে এদিকে, নোয়েল টাটা এবং এন. চন্দ্রশেখরনের মধ্যে বিরোধও কোনও গোপন বিষয় নয়।