বাংলা হান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টি, বজ্রপাতের দাপট চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। একদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত, যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে আর বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। আজও সেই ধারাই অব্যাহত থাকবে। আর উত্তরবঙ্গ নিয়ে কী আপডেট? জেনে নিন আবহাওয়ার খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে কোথাও কোথাও।
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিন থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে শনিবার থেকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি না হলে অস্বস্তি ভ্যাপসা গরম বজায় থাকবে।
কলকাতার আবহাওয়া:
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কলকাতাতেও (Kolkata) বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত শনিবার পর্যন্ত শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: বাজেটের দ্বিগুণ টাকায় বিক্রি ছবির স্বত্ব! এবার OTT-তে মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আজ শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এই দুই জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। এরপর শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে। তবে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে।