বাংলা হান্ট ডেস্ক: আর তো মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার উপর আগামী রবিবার মহালয়া। দেবিপক্ষের শুরুতেই যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro)। পুজোর আগে শেষ রবিবার, স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকবে তুঙ্গে। তাই সেই কথা মাথায় রেখে মহালয়ার তিথিতে এবার যাত্রীদের সুবিধার্থে বাড়তি মেট্রো (Metro) পরিষেবার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে মহালয়ায় বাড়তি মেট্রো সার্ভিস (Kolkata Metro)
পুজো উপলক্ষে, মেট্রোরেলের (Kolkata Metro) এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর মহালয়া। সেই দিন ভর মোট মেট্রো চলবে ১৮২ টি। বস্তুত অন্যান্য দিনের মতন সকাল ৬:৫০ ও ৬:৫৫ থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে বলে মনে করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: পুজোর আনন্দে ঘরে ফিরবেন ৪৫ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, রাজ্যের বড় সিদ্ধান্ত
সম্প্রতি এক বিবৃতিতে মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে, এই দিন নোয়াপাড়া থেকে সকাল ৬:৫০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে ও দক্ষিণেশ্বর থেকে ৬:৫৫ মিনিট ও দমদম থেকে ৬:৫৫ মিনিটেই প্রথম মেট্রো পাওয়া যাবে।
পাশাপাশি ফিরতি পথে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) ও শহীদ ক্ষুদিরাম মেট্রো (Metro) স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৬:৫৫ মিনিট ও ৬:৫৮ মিনিটে। যেখানে অন্যান্য রবিবার প্রান্তিক স্টেশনগুলো থেকে মেট্রো পাওয়া যায় ৯:০৫ থেকে।
প্রসঙ্গত, ২১ তারিখ রবিবার মহালয়ার দিন ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো রেল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেখানে রবিবার ১৩১টি মেট্রো (Kolkata Metro) চলে। সেখানে মহালয় উপলক্ষে মেট্রো চালানো হবে ১৮২ টি। যেখানে আপ লাইনে থাকবে ৯১ টি ও ডাউন লাইনে থাকবে ৯১ টি ট্রেন।