বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের দুনিয়ায় আচমকাই নেমে এল শোকের ছায়া। এশিয়া কাপে খেলা শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিথ ওয়েলাগে (Dunith Wellalage) তাঁর বাবাকে হারিয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার পর তিনি তাঁর বাবার আকস্মিক মৃত্যুর খবর জানতে পারেন। গত ১৮ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আবুধাবিতে সম্পন্ন হওয়া এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ “বি” ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়লাভ করে দল। সেই সময়ে ওয়েলাগে তাঁর বাবার মৃত্যুর খবরটি জানতে পারেন।
দুনিথ ওয়েলাগে (Dunith Wellalage) তাঁর বাবাকে হারিয়েছেন:
উল্লেখ্য যে, আফগানিস্তান ওই ম্যাচে ৮ উইকেটে ১৬৯ রান করেছিল। যা জবাবে, শ্রীলঙ্কা ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। এটি ছিল শ্রীলঙ্কার টানা তৃতীয় জয় এবং এর মাধ্যমে শ্রীলঙ্কা সুপার ৪-এ স্থান করে নেয় এবং আফগানিস্তান এশিয়া কাপ থেকে বাদ পড়ে।
No son should go through this💔
Jayasuriya & team manager right after the game communicated Dinuth Wellalage the news of his father’s passing away.pic.twitter.com/KbmQrHTCju
— Rajiv (@Rajiv1841) September 18, 2025
এদিকে, ২২ বছর বয়সী এই স্পিনার (Dunith Wellalage) জানতেন না যে তার বাবা সুরঙ্গা ভেল্লাগে মাঠে থাকাকালীন কলম্বোতে প্রয়াত হয়েছেন। খবর অনুসারে, ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শ্রীলঙ্কা দলের ম্যানেজার তাঁকে এই দুঃখজনক খবরটি জানান। ভেলালেজ তৎক্ষণাৎ দল ছেড়ে তাঁর পরিবারের সঙ্গে থাকার জন্য বাড়িতে ফিরে আসেন।
আরও পড়ুন: “সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ…”, ভোট চুরি নিয়ে রাহুলের দাবির কড়া জবাব নির্বাচন কমিশনের
উল্লেখ্য যে, এই তরুণ ক্রিকেটারের সঙ্গে ঘটে যাওয়া এহেন দুঃখজনক ঘটনায় স্বাভাবিকভাবেই ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া। বাবার মৃত্যুর পর ওয়েলাজের এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কা আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের, ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের এবং ২৬ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ভারতে হু হু করে বাড়ছে ধনীদের সংখ্যা! দেশে মোট কত কোটিপতি পরিবার রয়েছে? জানলে হবেন “থ”
জানিয়ে রাখি যে, গত বৃহস্পতিবারের ম্যাচটি ছিল ভেলালেজের (Dunith Wellalage) পঞ্চম T20 আন্তর্জাতিক এবং ২০২৫ এশিয়া কাপে তাঁর প্রথম ম্যাচ। ওই ম্যাচে মোহাম্মদ নবী তাঁকে ৫ টি ছক্কা মারেন। প্রথম ৩ বলে ছক্কা মারার পরের বলটি ছিল নো-বল। এরপর পরের ২ বলে আবার ছক্কা মারেন নবী।