বাংলা হান্ট ডেস্ক: ভারতের বিরুদ্ধে ম্যাচে করমর্দন বিতর্কে পাকিস্তান নিজেদের প্রভাব বিস্তার করতে গিয়ে এবার বড়সড় সঙ্কটের সম্মুখীন হয়েছে। মূলত, পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা PCB বিশ্বকে দেখাতে চেয়েছিল যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ক্ষমা চেয়েছেন। তারপর তারা এশিয়া কাপে খেলে। কিন্তু এবার সেই ক্ষমা চাওয়ার ভিডিওটি পাকিস্তানকে সমস্যায় ফেলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ICC PCB-কে একটি ইমেল পাঠিয়েছে, যেখানে খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়াল এরিয়া (PMOA) নিয়ম লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।
PCB-কে একটি ইমেল পাঠিয়েছে ICC:
পাকিস্তান নিয়ম লঙ্ঘন করেছে: উল্লেখ্য যে পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার মোবাইল ফোন নিয়ে ম্যাচ রেফারির ঘরে প্রবেশ করেন। এরপর তিনি রেফারি ও পাকিস্তানি দলের অধিনায়ক সহ কোচ এবং ম্যানেজারের মধ্যে কথোপকথন রেকর্ড করেন।এরপর ভিডিওটি মিউট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যেকোনও ভুল বোঝাবুঝি দূর করার জন্য পাইক্রফট এবং ICC একটি বৈঠকের আয়োজন করেছিল। কিন্তু, পাকিস্তান মিথ্যা দাবি করে যে ম্যাচ রেফারি ক্ষমা চেয়েছেন।
পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ICC: ইতিমধ্যেই ICC-র সিইও সংযোগ গুপ্তা PCB-কে একটি ইমেল পাঠিয়েছেন। এই ভুলের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড ICC-র জরিমানার সম্মুখীন হতে পারে। পাশাপাশি, ICC শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে, বিষয়টি পাকিস্তানকে এশিয়া কাপে খেলতে বাধা নাও দিতে পারে। নাহলে টুর্নামেন্টকে ব্যাহত হতে পারে। এশিয়া কাপের সুপার ফোর রাউন্ড আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ২১ সেপ্টেম্বর পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে।
ব্যান এবং ফান্ড বন্ধের ঝুঁকি রয়েছে: এদিকে, পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধও করা হতে পারে। যার ফলে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হবে আর্থিক ক্ষতি। এই অসদাচরণের কারণে ICC পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফান্ড স্থগিত বা বন্ধও করে দিতে পারে। উল্লেখ্য যে, PCB-র মোট বাজেটের ৫০ শতাংশ ICC প্রদান করে।
আরও পড়ুন: “সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ…”, ভোট চুরি নিয়ে রাহুলের দাবির কড়া জবাব নির্বাচন কমিশনের
এমতাবস্থায়, ওই অর্থে কিছু কাটছাঁট করা হলে, সেক্ষেত্রে পাকিস্তান ক্ষতির পরিমাণ বহন করতে পারবে না। আগামী কয়েক বছরে পাকিস্তানের কোনও ICC-র ইভেন্ট আয়োজনের সুযোগও নেই। এমনকি যদি তারা আয়োজন করে, তবুও তাদের আয়োজক অধিকার কেড়ে নেওয়া হতে পারে।