মহালয়ার দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির ডবল ডোজ! কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? চলে এল আপডেট

Published on:

Published on:

south bengal weather(31)

বাংলা হান্ট ডেস্ক: আশঙ্কা ছিলই। আর পূর্বাভাসও এল সেরকমই। রবিবার মহালয়া। তার আগে টানা বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির রীতিমতো তোলপাড়। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানাল, দক্ষিণবঙ্গের আটটি জেলায় মহালয়াতে বিক্ষিপ্ত ঝড়়বৃষ্টির ডবল ডোজ চলতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যের অধিকাংশ জেলাতেই।

মহালয়ার আনন্দে বাধ সাধবে বৃষ্টি | South Bengal Weather

রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে কোথাও কোথাও। তবে ভারী বৃষ্টি হবে না। আপাতত কোনও সতর্কতা জারি নেই।

এরপর সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এদিকে শুক্রবার থেকেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শুক্রবার ঝড়বৃষ্টির জন্য দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সামনে আসতেই মন ভার বঙ্গবাসীর। পুজোও কী ঝড়-জলেই কাটবে? আশঙ্কা বাঙালির।

south bengal weather(48)

আরও পড়ুন: সবে সম্পন্ন হয়েছে SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষা, এরই মধ্যে নয়া দাবি ‘যোগ্য’ চাকরিহারাদের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার দুই জেলায়। হলুদ সতর্কতা জারি রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার অর্থাৎ মহালয়াতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে। তবে এদিন কোনও সতর্কতা জারি নেই।