বাংলা হান্ট ডেস্ক: আর তো কয়েকটা দিন। এরপরই পুজো। পুজো উপলক্ষে ইতিমধ্যে পার্লারে ভিড় জমতে শুরু হয়ে গিয়েছে। কারণ পুজোর সময় সাজগোজ সুন্দরভাবে করতে হবে। কিন্তু জানেন কি আপনার সাজ তখনই সুন্দর হবে যখন আপনার ত্বক ভালো থাকবে (Skin Care)। কিন্তু বর্তমানে কাজের প্রেসারে আপনি ত্বকের পরিচর্যা করার সময় পান না। তবে আজকের প্রতিবেদনে জানানো হল পার্লারে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করেও ঘরে বসে কিভাবে পেতে পারেন উজ্জ্বল ত্বক।
পুজোর আগে ত্বকে তারুণ্য ফেরাবে ফলের রস (Skin Care)
ইতিমধ্যে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এই উৎসবের সময় সকলেই চাই নিজেকে সুন্দর দেখাতে। তাই পার্লারে চুলকাটার পাশাপাশি চলছে ত্বকের পরিচর্যা (Skin Care)।পাশাপাশি ভিড় জমতে শুরু করেছে পার্লার গুলোতে। তবে পার্লারে ফেসিয়াল করলে সেখানে নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা হয়। কিন্তু আপনি চাইলে বাড়িতে ফল দিয়ে পার্লারের মতন ফেসিয়াল করতে পারবেন তাও আবার কেমিক্যাল ছাড়া। কী ভাবে করবেন জানুন।
আরও পড়ুন: নিরামিষ ভোজে আনুন ভিন্ন স্বাদ, পুজোর পাতে জমবে পনির সালান; জানুন রেসিপি
প্রথম প্যাক: বেদানার রসের সঙ্গে ময়দা ও মধু মিশিয়ে একটি ফেসমাস্ক তৈরি করুন। সপ্তাহে অন্তত এটি দুবার করে ব্যবহার করুন। দেখবেন সহজেই আপনি পাবেন ঝকঝকে ত্বক (Skin)।
দ্বিতীয় প্যাক: টাকা পেঁপে চটকে তার মধ্যে মধু মিশিয়ে একটি ফেসপ্যাক (Face pack) তৈরি করুন। এরপর সেটি মুখে কিছুক্ষণ মেখে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক ঝকঝক করছে।
তৃতীয় প্যাক: কলার মধ্যে ভিটামিন কে, সি,ই ও ফাইবার রয়েছে। একটি কলা চটকে মুখে মেখে নিন। এরপর কিছুক্ষণ রেখে উষ্ণ গরম জল দিয়ে মুখটি ধুয়ে নেবেন। দেখবেনত্বক উজ্জ্বল হবে (Skin Care)।