সন্তান দত্তক নিতে চেয়েছিলেন পার্থ-অর্পিতা! কীভাবে কাকা-ভাইঝি হয়? আদালতে বিরাট তথ্য ফাঁস করল ED

বাংলা হান্ট ডেস্কঃ সালটা ২০২২। শিক্ষক কেলেঙ্কারি নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সেই বছরই ২৩ জুলাই (Recruitment Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) টানা ১৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। পার্থর সূত্র ধরেই তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ বিপুল পরিমাণ সোনার গয়নাও।

ওই একই সময়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি গ্রেফতার হন তার ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ও। তারপর থেকে ১৯ মাস পেরিয়ে গেলেও এখনও জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তাদের। দীর্ঘ এই সময়ের মধ্যে একাধিকবার জামিনের আর্জি জানিয়েও সুরাহা পাননি তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সেই সব সম্পত্তির দায় বান্ধবীর ঘাড়েই চাপালেন পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার এই মামলার শুনানিতেই অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অস্বীকার করেন পার্থ চট্টোপাধ্যায়। তার আইনজীবী আদালতে দাবি করেন, অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী নয়, বরং তাদের মধ্যে কাকা-ভাইঝির মতো সম্পর্ক ছিল। যদিও পার্থর সেই দাবি মানতে নারাজ ইডি। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে ইডির দাবি, পার্থ-অর্পিতার মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই কারণেই দুজনে মিলে সন্তান দত্তক নিতে সম্মত হন।

অর্পিতার ৩১ টি এলআইসি পলিসিতে পার্থর নাম উল্লেখ রয়েছে বলেও আদালতে জানায় ইডি। ইডির দাবি, অপরাধমূলক কাজ করার জন্যই অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যবহার করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ অর্পিতার ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু ছিলেন। সেখান থেকে কীভাবে তিনি অর্পিতার কাকা হয়ে গেলেন সেই নিয়েও প্রশ্ন তোলে ইডি।

partha ed hc

আরও পড়ুন: সকাল সকাল বড় খবর! ফের DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, এবার কত শতাংশ?

পার্থ-অর্পিতার ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ দিতে আদালতে ইডি জানায় পার্থর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর বিভিন্ন কোম্পানির শেয়ারে অর্পিতার নাম ঢোকানো হয়েছে। অপা নামে পার্থ-অর্পিতার যৌথ কোম্পানি রয়েছে বলেও আদালতে দাবি করে ইডি। বৃহস্পতিবারের শুনানিতে পার্থ ও অর্পিতার বয়ান আদালতে জমা দেওয়ার জন্য ইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর