বাংলাহান্ট ডেস্ক : পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর মাঝে একটা দিন, তারপরেই মহালয়া। টেলিভিশনের বিভিন্ন চ্যানেলগুলিও সেজে উঠছে পুজোর সাজে। এই সময় বিভিন্ন চ্যানেলের সিরিয়ালগুলিতে (Serial) যেমন পুজোর আমেজ থাকে, তেমনই পুজোর স্পেশ্যাল সাজ, প্রোমোতেও দেখা যায় জনপ্রিয় সিরিয়ালের জুটিদের।
জি বাংলার প্রোমো (Serial) নিয়ে বিতর্ক
জি বাংলা সম্প্রতি প্রকাশ্যে এনেছে তাদের পুজো স্পেশ্যাল প্রোমো ‘মাস জুড়ে শারদ সুরে’। লাল টুকটুকে পোশাকে একেবারে পুজো রেডি লুকেই ধরা দিয়েছেন বিভিন্ন সিরিয়ালের (Serial) জুটিরা। চ্যানেলের সবথেকে পুরনো ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের জুটিদের যেমন দেখা গিয়েছে, তেমনই আবার নতুন শুরু হওয়া ‘কনে দেখা আলো’, ‘জোয়ার ভাঁটা’ সিরিয়ালের (Serial) জুটিদেরও দেখা গিয়েছে এই প্রোমোতে। কিন্তু তার মধ্যেই হঠাৎ কাটল সুর।
একমাত্র জিতুই কেন বাদ: প্রোমো প্রকাশ্যে আসতেই কৌতূহলী দর্শকদের প্রশ্ন, সব সিরিয়ালের (Serial) সব জুটিরা থাকলেও একমাত্র ‘আর্য’ কেন অনুপস্থিত? উল্লেখ্য, চ্যানেলের অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘চিরদিনই তুমি যে আমার’। খুব কম সময়েই এই মেগার জুটি আর্য অপর্ণা দর্শকদের মন জয় করে নিয়েছে। কিন্তু কিছুদিন আগেই বিতর্কের শিরোনামে উঠে এসেছিল এই জুটি।
আরও পড়ুন : শিব থেকে সটান মহিষাসুর! জি বাংলার মহালয়ায় নতুন অবতারে রুবেল, কী বললেন অভিনেতা?
ফের চর্চায় বিতর্ক: ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে এনে পরস্পরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়। বিষয়টা নিয়ে এমনই হইচই হয়েছিল যে সিরিয়ালের (Serial) ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। যদিও পরে দুজনেই বিষয়টা মিটমাট করে নেন। সিরিয়ালের টিআরপিও বাড়ে হু হু করে। কিন্তু এদিন চ্যানেলের বিশেষ প্রোমোতে জিতুকে না দেখেই প্রশ্ন জেগেছে দর্শকদের মনে।
আরও পড়ুন : আয় মোটে ৫০ টাকা, এদিকে খরচ ১৫ লক্ষ! বন্যা বিধ্বস্ত মানালিতে গিয়ে ভেঙে পড়লেন কঙ্গনা
দিতিপ্রিয়া থাকলেও জিতু কেন নেই প্রোমোতে? ওই বিতর্কই কি কারণ নাকি অন্য কোনও ব্যাপার রয়েছে? এ বিষয়ে জিতুকে প্রশ্ন করা হলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে কোনও কথা তিনি বলতে চান না। মুখে কুলুপ সিরিয়াল নির্মাতাদেরও। তবে সব সিরিয়ালের জুটিদের মাঝে একমাত্র জিতু অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ অভিনেতার অনুরাগীরা।