আপাতত বন্ধ উচ্ছেদ প্রক্রিয়া, পুজোর আগে স্বস্তি হকারদের, তবে…

Published on:

Published on:

Kolkata Police and KMC Put Hawker Eviction Drive on Hold for Durga Puja 2025

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই দুর্গাপুজো (Durga Puja 2025)। শহরজুড়ে উৎসবের প্রস্তুতি তুঙ্গে। এই সময় কিছুটা বাড়তি রোজগারের আশায় হকাররা রাস্তার ধারে বিভিন্ন জিনিস বিক্রি শুরু করেছে। বিশেষ করে কলেজ স্ট্রিট ও নিউমার্কেট চত্বর এলাকায় এই দৃশ্য বেশি দেখা গিয়েছে। যানজটের কথা ভেবে প্রথম দিকে হকারদের উচ্ছেদ করার কথা ভাবা হলেও, এই পুজোর আবহে আপাতত হকার উচ্ছেদ অভিযান থেকে পিছিয়ে এল কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ। মঙ্গলবার টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুজোর মরশুমে হকারদের বিরুদ্ধে কোনও সক্রিয় ব্যবস্থা নেওয়া হবে না। তবে উৎসব শেষে ফের কঠোর অভিযানে নামবে প্রশাসন।

উৎসব (Durga Puja 2025) আবহে হকার উচ্ছেদ করা বাস্তবসম্মত নয়

বিশ্বকর্মা পুজো থেকে মহালয়া পর্যন্ত কলকাতার নানা প্রান্তে উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে শহর ব্যস্ত থাকে। পুলিশের দাবি, এ সময়ে মূল লক্ষ্য ট্রাফিক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বজায় রাখা। তাই এই সময় হকার উচ্ছেদ করা বাস্তবসম্মত নয় বলেই মনে করছে পুলিশ ও পুরসভা।

বৈঠকে বিশেষভাবে কলেজ স্ট্রিট ও নিউমার্কেট অঞ্চলের সমস্যার কথা উঠে আসে। অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের বড় অংশই হকারদের দখলে। ফুটপাত দখল হওয়ায় পথচারীরা বিপাকে পড়ছেন। হকার সংগঠনগুলির দাবি, পুলিশের নিয়মিত নজরদারি থাকলে এ সমস্যা তৈরি হতো না। টিভিসি-র এক সদস্য বলেন, “যদি পুলিশ নিয়মিত সক্রিয় থাকে, তাহলে ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা সম্ভব।”

ফুটপাত সহ পার্কিংয়ের অনেক জায়গা এখন হকারদের দখলে

এছাড়া নিউ মার্কেট সহ শহরের অন্য এলাকা নিয়েও উদ্বেগ পুরসভা। পুরসভার প্রতিনিধি দল নিউ মার্কেট সহ শহরের একাধিক এলাকা ঘুরে দেখেছে। তাঁদের রিপোর্টে উঠে এসেছে, শুধু ফুটপাত নয়, গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট জায়গাগুলিও অনেক ক্ষেত্রে হকারদের দখলে চলে গেছে। যা নিয়ে পুরসভা উদ্বেগ প্রকাশ করেছে।

Kolkata Police and KMC Put Hawker Eviction Drive on Hold for Durga Puja 2025

আরও পড়ুনঃ দুর্গাপুজোয় অনুদান দিতে পারলে, ক্ষতিপূরণ দিতে বাধা কেন? মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যকে তিরস্কার হাই কোর্টের

পুজো (Durga Puja 2025) শেষে কঠোর অভিযানে নামবে প্রশাসন

প্রশাসন জানিয়েছে, পুজো (Durga Puja 2025) শেষ হলেই নতুন করে অভিযান শুরু হবে। কলেজ স্ট্রিট, নিউ মার্কেট ও হাসপাতাল সংলগ্ন এলাকা বিশেষভাবে নজরে রাখা হবে। উৎসবকালে প্রশাসন যতটা নমনীয়, তার পরপরই ততটাই কঠোর অবস্থান নেবে বলেই ইঙ্গিত মিলছে। প্রশাসনের এই ঘোষণায় হকাররা আপাতত স্বস্তি পেলেও, পুজোর পরে তাঁদের আবারও চাপে পড়ার সম্ভাবনা প্রবল।