বসিরহাটে নতুন ‘শাহজাহান’? তৃণমূল নেতাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

Published on:

Published on:

Another Shahjahan Sheikh Rising Allegations of Syndicate Rule in Basirhat

বাংলা হান্ট ডেস্কঃ বসিরহাট (Basirhat) দক্ষিণ বিধানসভা জুড়ে চাঞ্চল্য। তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাঁর দাবি, একসময়ের ভ্যানচালক শাহানুর আজ কয়েকশো কোটি টাকার মালিক। অল্প সময়ে এত বিপুল সম্পত্তির উত্থান ঘিরে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যেও।

বসিরহাটে (Basirhat) সিন্ডিকেট সাম্রাজ্যের অভিযোগ

বিজেপি নেতা ববির অভিযোগ, বসিরহাটের (Basirhat) কুখ্যাত পাচারচক্রের হোতা বারিক বিশ্বাসের ঘনিষ্ঠ অনুগামী শাহানুর। এক পরিবার, এক নাম, এক সিন্ডিকেটের উপর দাঁড়িয়েই চলছে তাঁর দাপট। বড় ভাইয়ের দখলে রয়েছে অন্তত ১৫টি ইটভাটা, আর বাকিটা সামলাচ্ছে শাহানুরের বাহিনী। ভাই সাহারাপ মণ্ডল এখন পঞ্চায়েত প্রধান। এমনকি তাঁর ঘনিষ্ঠ গোলাম মোস্তফা গাজিও প্রধানের আসনে বসেছেন। অভিযোগ, এঁরা মিলে জমি দখল থেকে সরকারি রাস্তার টেন্ডারে কাটমানি, কৃষক মান্ডি সিন্ডিকেট থেকে কালোবাজারি, সবকিছুই সংগঠিতভাবে চালাচ্ছেন।

রেশন দুর্নীতি থেকে পাচার চক্র সক্রিয় শাহানুর নেটওয়ার্ক

এছাড়াও আরও অভিযোগ ওঠে যে, রেশন দুর্নীতি, গরু পাচার, ব্ল্যাকমেল চক্র এমনকী সাধারণ মানুষকে মিথ্যে মামলায় জড়ানো, সবেতেই সক্রিয় শাহানুর নেটওয়ার্ক। এলাকাবাসীর দাবি, পুলিশের সামনেই এই সাম্রাজ্য বিস্তার হলেও প্রশাসন নির্বিকার। অভিযোগ, পুলিশের একাংশও তাঁর ছত্রছায়ায় রয়েছে।

ববির তোপ শাহানুরের দিকে

অভিজিৎ দাস ববি সরাসরি তুলনা করেছেন সন্দেশখালির কুখ্যাত নেতা শেখ শাহজাহানের সঙ্গে। তাঁর বক্তব্য, ‘যেভাবে সন্দেশখালিতে শেখ শাহজাহান অঘোষিত শাসক হয়ে উঠেছিলেন, ঠিক সেভাবেই বসিরহাট (Basirhat) দক্ষিণ বিধানসভায় ক্ষমতার চূড়ায় বসে আছেন শাহানুর মণ্ডল।’

Another Shahjahan Sheikh Rising Allegations of Syndicate Rule in Basirhat

আরও পড়ুনঃ আপাতত বন্ধ উচ্ছেদ প্রক্রিয়া, পুজোর আগে স্বস্তি হকারদের, তবে…

প্রসঙ্গত, রেশন থেকে রাস্তা, বাজার থেকে মান্ডি, সবকিছুই শাহানুরের নিয়ন্ত্রণে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ইডি ও সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন ববি। ববির হুঁশিয়ারি, “অবিলম্বে তদন্ত শুরু না হলে আগামীদিনে পরিস্থিতি আরও ভয়ংকর রূপ নেবে।”