বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। পাল্টা সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার সেই স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল হাইকোর্ট | Calcutta High Court
এর আগে এই সংক্রান্ত মামলায় গত জুন মাসে তিন মাসের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন জাস্টিস সিনহা। শুক্রবারই তার মেয়াদ শেষ হলে আরও চার মাস ১০ দিন বৃদ্ধি করল হাইকোর্ট। অর্থাৎ আপাতত চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি-র কর্মীদের জন্য রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।
উল্লেখ্য, এসএসসি-তে (SSC) চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। সরকার তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, ২০১৬ সালে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র যে কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন, তাঁরা ভাতা পাবেন।
গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছিল। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট।
আরও পড়ুন: শনিতে ৫ জেলায় ভারী বৃষ্টি, কলকাতায় কী হবে? আজকের আবহাওয়ার খবর জেনে নিন
যদিও রাজ্য সরকারের যুক্তি ছিল, ‘মানবিক কারণে’ চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫’ নামের প্রকল্পের মাধ্যমে এই ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই মামলার গত শুনানিতে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারপতি। এদিকে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।