বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর (Durga Puja 2025) ভিড় এবার শুধু কলকাতায় নয়, জেলার মণ্ডপগুলিতেও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে এই বার্তাই দিল রাজ্য পুলিশ। বৈঠকে জানানো হয়েছে, পুজোর জন্য কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় মোট ১৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে।
রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, মহালয়া থেকেই ভিড় নিয়ন্ত্রণে (Durga Puja 2025) নামবে পুলিশ। তা চলবে বিসর্জন এবং কার্নিভাল পর্যন্ত। তিনি স্পষ্ট জানান, “যেই জেলায় যেরকম ভিড় হয়, সেখানে তেমনই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাতে ঠাকুর দেখতে বের হওয়া মানুষদের সুরক্ষার দায়িত্ব নেবে পুলিশ।” প্রয়োজনে জেলা সদর ছাড়াও হেডকোয়ার্টার থেকে অতিরিক্ত বাহিনী পাঠানো হবে।
পুজোয় (Durga Puja 2025) ভিড় নিয়ন্ত্রণে অস্থায়ী কর্মীও থাকবে
কোনও জেলায় যাতে পুলিশের ঘাটতি না থাকে, সে দিকেও নজর রাখছে সদর দপ্তর। তাই প্রয়োজনে অস্থায়ী কর্মীও নিয়োগ করা হবে বলে জানান হয়েছে। তাঁরা মূলত ভিড় নিয়ন্ত্রণ এবং যানবাহন সামলানোর কাজ করবেন।
কুর্মিদের রেল অবরোধ নিয়েও কড়া নজর প্রশাসনের
সাংবাদিক বৈঠকে জাভেদ শামিম কুর্মি সমাজের ডাকা রেল অবরোধ প্রসঙ্গেও মুখ খোলেন। তিনি বলেন, “ কুর্মি সম্প্রদায়ের পক্ষ থেকে আগামী ২৫ তারিখ রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। পুরুলিয়ার ব্যবসায়ীরা বিষয়টি এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত পুলিশ প্রশাসনকে নির্দিষ্ট পদক্ষেপ নিতে বলেছে।”
রাজ্য পুলিশের বার্তা, রাজ্যের বহু রোগী ট্রেনে দক্ষিণ ভারতে যান চিকিৎসার জন্য, অনেক ছাত্রছাত্রীও পড়াশোনার কাজে যাতায়াত করেন। তাই যাতায়াত ব্যবস্থা যাতে অচল না হয়, সে দিকেও কড়া নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই জঙ্গলমহলের চার জেলায় বাহিনী পাঠানো হয়েছে। সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। তবুও কোনও সমস্যা হলে পুলিশ পুরোপুরি প্রস্তুত আছে বলে জানিয়েছেন এডিজি।
প্রসঙ্গত, পুজো এবং কুর্মি সম্প্রদায়ের ডাকা আন্দোলন, দুই নিতেই তৎপর রাজ্যের পুলিশ। এখন সবার নজর পুলিশ সব দিক কতটা সামলাতে পারে সেই দিকে।