ট্রেন ভ্রমণ হবে স্মার্ট, নিজের ফোনে জানুন কোন সিট ফাঁকা ও বুক করুন

Published on:

Published on:

IRCTC view and book empty seats on a moving train all possible on your phone

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে ভ্রমণ করছেন? সিট পেতে চান আপনি? তাহলে খুব সহজেই পেতে পারেন। কয়েকটি নিয়ম মানলে আপনি ট্রেনের কোন বগিতে কোন সিট খালি রয়েছে তার সমস্ত কিছুই জানতে পারবেন নিমেশের মধ্যে। ভারতীয় রেলওয়ে যাত্রীদের জন্য এক বিশেষ ব্যবস্থা করেছে। আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উপলব্ধ চার্ট বা ভ্যাকেন্সি ফিচারে আপনাকে সহজেই জানিয়ে দেবে কোন ট্রেনে কোন কোন আসন খালি রয়েছে। এর পাশাপাশি আপনি জানতে পারবেন আগের থেকে কোনগুলো বুক করার রয়েছে।

চলন্ত ট্রেনে খালি সিট দেখুন ও বুক করুন, সব সম্ভব ফোনেই (IRCTC)

কোন ট্রেনে কোন সিট ফাঁকা রয়েছে তা জানতে হলে আপনাকে প্রথমে যেতে হবে আইআরসিটিসির (IRCTC) অফিসিয়াল ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের হোমপেজে আপনি বুক টিকেটের ট্যাব দেখতে পারবেন। সেই ট্যাবে পিএনআর স্ট্যাটাস ও চ্যাট খালির একটি ট্যাবে ক্লিক করলে সেখানে রিজার্ভেশন চার্ট ও যাত্রার বিবরণ সম্পর্কে সমস্ত টি খুলে যাবে।

IRCTC view and book empty seats on a moving train all possible on your phone

আরও পড়ুন: পেনশনর নিয়মে বড় বদল ১ অক্টোবর থেকে, জানুন কোন স্কিমে কী পরিবর্তন

এরপর আপনি আপনার ট্রেন নম্বর, স্টেশন ও যাত্রার তারিখসহ বোর্ডিং স্টেশনের বিবরণ দেবেন। তারপর সম্পূর্ণ তথ্য পূরণ করার পর অনুসন্ধান করলে ক্লাস ও কোচের ভিত্তিতে আসন সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনার সামনে চলে আসবে। এর ফলে আপনি জানতে পারবেন কোন কোন আসন খালি রয়েছে।

কোন কোন ট্রেনে এই সুবিধা পাওয়া যায়?

প্রাথমিকভাবে এই সুবিধা গুলি প্রিমিয়াম ট্রেনের জন্য আপাতত উপলব্ধ রয়েছে। তবে যাত্রীদের সুবিধার্থেের কথা মাথায় রেখে রেলওয়ে তরফ থেকে এখন সমস্ত সংরক্ষিত ট্রেনের জন্য এটি চালু করেছে। আপনি এটি রাজধানী, শতাব্দী, দুরন্ত অথবা মেল ও এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করার আগে এই বিকল্পে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন।

এর পাশাপাশি, প্রথম রেলও সাধারণত ট্রেন ছাড়া চার ঘন্টা আগে প্রস্তুত করা হয়। আর দ্বিতীয় ও শেষ চার্ট ছাড়া ৩০ মিনিট আগে প্রকাশ করা হয়। তবে মনে রাখবেন এই ডেটা একটি সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সংরক্ষণ তালিকার আগে চাটের ভিত্তিতে ওয়েবসাইটে ডাটা আপলোড করা হয়।