ফের শিরোনামে মন্ত্রী চন্দ্রনাথ, ১২ কোটি টাকার খোঁজে তল্লাশি চালিয়ে নতুন তথ্য উদ্ধার

Published on:

Published on:

Chandranath Sinha Under ED Lens in Teacher Recruitment Scam

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের কারা ও ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) শনিবার সকালেই সিবিআই বিশেষ আদালতে হাজির হন। সাদা পায়জামা, সাদা জুতো ও পাঞ্জাবি পরা মন্ত্রী সকাল সাড়ে ১০টায় আদালতে প্রবেশ করেন। বেঞ্চে বসে তিনি আইনজীবীদের সঙ্গে নিচু স্বরে কথা বলেন।

৫৫তম অভিযুক্ত হিসেবে উল্লেখ রয়েছে চন্দ্রনাথের নাম (Chandranath Sinha)

এই মামলার ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে চন্দ্রনাথকে (Chandranath Sinha) ৫৫তম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি অন্তর্বর্তী জামিনে রয়েছেন। এদিন আদালতে দ্বিতীয় দফার শুনানিতে ইডি তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করেছে। আদালতের সিদ্ধান্ত সবাই দেখছে। সূত্রের খবর, শুক্রবার বীরভূমের মুরারইয়ের কিষাণ মাণ্ডিতে মন্ত্রীর হিসেববর্হিভূর্ত সম্পত্তি খুঁজতে ইডি একটি দল তল্লাশি চালায়। সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে, যা মন্ত্রীর গ্রেপ্তারের সম্ভাবনা বাড়াচ্ছে।

উল্লেখ্য, চন্দ্রনাথের (Chandranath Sinha) নাম অভিযোগে এসেছে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দি থেকে। এরপর তদন্তে চন্দ্রনাথের ব্যাঙ্ক লেনদেন খতিয়ে দেখা হয়, যেখানে একাধিক বড় লেনদেন ধরা পড়ে। ৬ সেপ্টেম্বর মন্ত্রী আদালতে আত্মসমর্পণ করেন এবং অন্তর্বর্তী জামিন পান।

১৫৯ প্রার্থীর কাছ থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন চন্দ্রনাথ (Chandranath Sinha)

ইডির দাবি, প্রায় ১৫৯ প্রার্থীর কাছ থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল, যা মোট ১২.৭২ কোটি টাকার বেশি। এই অর্থ কোথায় গিয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মন্ত্রী নিজেও এর ব্যাখ্যা দিতে পারেননি।

Chandranath Sinha Under ED Lens in Teacher Recruitment Scam

আরও পড়ুনঃ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় পুলিশের একের পর এক চিঠি, কারণ জানিয়ে মুখ খুললেন মনোজ বর্মা

তল্লাশি চলাকালে মন্ত্রীর আর্থিক উৎস সম্পর্কিত একাধিক তথ্য মিলেছে। এছাড়া, চন্দ্রনাথ (Chandranath Sinha) ও তাঁর স্ত্রী কুন্তলা সিংহের ব্যবসায়িক লেনদেনের তথ্যও হাতে এসেছে। তদন্তে দেখা গেছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা জমি ও ব্যবসার নামে খরচ করা হয়েছে। সন্দেহজনক ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কুন্তলা সিংহের ‘বি কে কনস্ট্রাকশন’ সংস্থার তথ্য চার্জশিটে উল্লেখ করা হয়েছে।