বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) হাতে আসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজাস, তার আগে পুরোনো বন্ধুকে বিদায় জানানোর পালা। ৬০ বছরের দীর্ঘ পথচলা শেষে অবসরের দ্বারপ্রান্তে পৌঁছে গেল ভারতীয় বায়ুসেনার সবচেয়ে পুরনো ভরসা মিগ-২১। একটানা ছয় দশক ধরে দেশের আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই রুশ যুদ্ধবিমানকে বিদায় জানাতে প্রস্তুত বায়ুসেনা। এর জায়গায় আসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান। ইতিমধ্যেই তেজসকে আধুনিক রূপ দেওয়ার কাজ হাতে নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড (HAL)। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, নতুন তেজস এমকে-১এ হবে পশ্চিমি দেশগুলির জেটগুলির সমকক্ষ। আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রনে যুক্ত হবে ২২০টিরও বেশি তেজস। এর মধ্যে ১৭৩টি হবে এক আসনের এবং ৪৭টি দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ৬৬ হাজার কোটি টাকার চুক্তি করেছে হ্যালের সঙ্গে।
ভারতের প্রতিরক্ষা থেকে বিদায় মিগ- ২১ এর (India)
যদিও তেজসের উৎপাদন ও সরবরাহে বিলম্ব নিয়ে সমালোচনা চলছে। ২০২৩ সালে হ্যালকে ১৮টি দ্বিআসনবিশিষ্ট তেজস তৈরির দায়িত্ব দেওয়া হলেও সময়মতো তা ভারতের (India) বায়ুসেনার হাতে তুলে দিতে পারেনি সংস্থাটি। মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক অ্যারোস্পেস থেকে কেনা এফ৪০৪ ইঞ্জিনের বিলম্বিত সরবরাহকেও দায়ী করা হচ্ছে। তবে সমস্ত বাধা অতিক্রম করে চলতি মাসেই প্রথম পর্যায়ের ৮৩টি বিমানের মধ্যে অন্তত দুটি তেজস এমকে-১এ বায়ুসেনার হাতে তুলে দিতে চলেছে হ্যাল। ধাপে ধাপে বাকি বিমানগুলিও সরবরাহ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: স্কুবা ডাইভিং নয়, এই কারণেই মৃত্যু জুবিনের? বিষ্ফোরক তথ্য ফাঁস করলেন স্ত্রী
তেজস একটি এক ইঞ্জিনের হালকা যুদ্ধবিমান। বহু কার্যক্ষমতাসম্পন্ন দেশীয় প্রযুক্তির এই বিমানটিকে আরও আধুনিক করতে যুক্ত করা হয়েছে ৪০টিরও বেশি নতুন উন্নতি। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই বিমান অত্যাধুনিক রাডার ব্যবস্থা, জ্যামার ও ইলেকট্রনিক যুদ্ধবর্মে সজ্জিত। ফলে ভারতের (India) শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার আগেই প্রতিরোধ গড়ে তুলতে পারবে। মাঝ আকাশে জ্বালানি ভরার ক্ষমতা থাকায় দীর্ঘ পথ অতিক্রমও সম্ভব। উন্নত সফটওয়্যার নির্দেশিত রেডিও সিস্টেম চালকের সঙ্গে বেস ক্যাম্পের যোগাযোগকে করবে আরও সুরক্ষিত
২০২৩ সালে দ্বিআসনবিশিষ্ট প্রশিক্ষণ সংস্করণ তেজস এমকে-১ (Tejas MK FOUR) আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। ভারততের (India) নৌবাহিনীর বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্যে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে এই যুদ্ধবিমানের। সর্বোচ্চ ঘণ্টায় ২২০০ কিলোমিটার গতিবেগে উড়তে সক্ষম তেজস একসঙ্গে ৯ হার্ডপয়েন্টে ক্ষেপণাস্ত্র, বোমা ও বিভিন্ন অস্ত্র বহন করতে পারে। এমনকি ব্রহ্মস-এনজি ক্ষেপণাস্ত্র পর্যন্ত যুক্ত করা সম্ভব।
আরও পড়ুন:সোমবার থেকে স্বস্তি! খাদ্য থেকে স্বাস্থ্য, একাধিক জিনিস হবে কর শূন্য, কী কী জিনিস?
বর্তমানে চিন ও পাকিস্তানকে মোকাবিলায় ভারতের (India) অন্তত ৪২ স্কোয়াড্রন যুদ্ধবিমান প্রয়োজন হলেও ভারতীয় বায়ুসেনার হাতে আছে মাত্র ৩২ স্কোয়াড্রন। সেই ঘাটতি পূরণ করতেই মিগ-২১-এর অবসরকে মাইলফলক ধরে তেজসের উন্নত সংস্করণকে দ্রুত অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এই প্রকল্প সফল হলে ভারতের বায়ুসেনা কেবল আত্মনির্ভরশীল হবে না, বরং আকাশযুদ্ধে আরও শক্তিশালী হয়ে উঠবে।