বাংলা হান্ট ডেস্কঃ আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি (GST 2.0) কাঠামো। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে খাদ্যদ্রব্য থেকে শুরু করে স্বাস্থ্যখাত ও শিক্ষাসামগ্রী, সব কিছুতেই দাম কমবে। এমনকি এয়ার কন্ডিশনার, টেলিভিশন, গাড়ি ও বাইকের দামও উল্লেখযোগ্যভাবে কমবে ।
কিছু বিশেষ পণ্যে জিএসটি (GST 2.0) হার একেবারে শূন্যে নামিয়ে আনা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে নেওয়া হয়েছিল ঐতিহাসিক সিদ্ধান্ত (GST 2.0)। ঘোষণা করা হয়, এখন থেকে থাকবে মাত্র দুটি কর স্ল্যাব, যথা- ৫% ও ১৮%। এর ফলে ১২% ও ২৮% স্ল্যাব পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। ১২% হারে কর বসা পণ্যগুলি নেমে এসেছে ৫% স্ল্যাবে, আবার ২৮% হারে থাকা বেশিরভাগ পণ্য চলে এসেছে ১৮% স্ল্যাবে। কিছু বিশেষ পণ্যে জিএসটি হার একেবারে নামিয়ে আনা হয়েছে শূন্যে।
কোন কোন ক্ষেত্রে শূন্য হবে জিএসটি (GST 2.0)?
২২ সেপ্টেম্বর থেকে যেসব পণ্যে শূন্য শতাংশ জিএসটি (GST 2.0) কার্যকর হবে, তার মধ্যে রয়েছে খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত একাধিক জিনিস। যেমন-
Paneer এবং Chhena (pre-packaged and labeled) – আগে ৫%, এখন ০%
UHT Milk – আগে ৫%, এখন ০%
Pizza Bread – আগে ৫%, এখন ০%
Khakhra, Chapati বা Roti – আগে ৫%, এখন ০%
Paratha, Kulcha এবং অন্য Traditional Breads – আগে ৫%, এখন ০%
Sharpener, Crayons, Pastels – আগে ১২%, এখন ০%
Copy, Notebook, Pencil, Eraser – আগে ১২%, এখন ০%
শুধু খাবার নয়, স্বাস্থ্য খাতেও মিলছে বড় স্বস্তি। এতদিন Individual Health ও Life Insurance-এ ১৮% জিএসটি বসত, এখন সেটাও সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি, ৩৩টি জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসার কাজে ব্যবহৃত Medical Grade Oxygen থেকেও জিএসটি সরিয়ে দেওয়া হয়েছে (GST 2.0)। আগে অক্সিজেনের জন্য ১২% কর দিতে হত, কিন্তু নতুন জিএসটি সংস্করণে অক্সিজেনের ক্ষেত্রে জিএসটি শূন্য করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে চিকিৎসা খরচও কিছুটা হলেও কমবে বলে আশা করছে সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ ফের শিরোনামে মন্ত্রী চন্দ্রনাথ, ১২ কোটি টাকার খোঁজে তল্লাশি চালিয়ে নতুন তথ্য উদ্ধার
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, নতুন এই সুবিধা (GST 2.0) দেশের প্রান্তিক মানুষদের কাছেও পৌঁছে যাবে। কারণ খাদ্য, ওষুধ, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপরে কর প্রত্যাহার হওয়ার ফলে প্রত্যেকটি পরিবার মাসিক খরচে বড় রকমের স্বস্তি পাবে। কেন্দ্রের দাবি, GST 2.0-র এই নতুন কাঠামো মূলত নাগরিকদের আর্থিক চাপ কমাতেই আনা হয়েছে।