যাত্রীদের জন্য সুখবর, মহালয়ায় মেট্রোর আনলিমিটেড অফার ও বাড়তি ট্রেন

Published on:

Published on:

Kolkata Metro additional travel benefits in Mahalaya Special for Tk 250

বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকটা ঘন্টা। তারপরই রবিবার দেবীপক্ষের শুরু। অর্থাৎ রবিবার মহালয়া। আর মহালয়া উপলক্ষে কলকাতা মেট্রোরেলের তরফ থেকে গ্রীন ও ব্লু লাইনে দিনভর বিশেষ মেট্রো (Kolkata Metro) পরিষেবার কথা ঘোষণা করেছে। মেট্রো রেয়াল এর তরফ থেকে মনে করা হচ্ছে, এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরো একটু সুবিধাজনক হবে।

২৫০ টাকায় মহালয়া স্পেশালে বাড়তি মেট্রো সুবিধা (Kolkata Metro)

মহালয়া উপলক্ষে রবিবার ব্লু লাইনের পাশাপাশি গ্রীন লাইনও বিশেষ পরিষেবা দেবে মেট্রোরেল (Kolkata Metro)। এইদিন ১৩৬ টি পরিষেবা অর্থাৎ ৬৮ টি টি আপ ও ৬৮ টি ডাউন ট্রেন থাকবে। সাধারণত রবিবার ১০৪ টি পরিষেবা দেওয়া হয়।

এছাড়াও হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে, সকাল ৯ টার পরিবর্তে সকাল ৭টা থেকে। সল্টলেক সেক্টর ৫ স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৯ টার পরিবর্তে সকাল ৭ টা’য়। তবে শেষ পরিসেবাগুলির সময়সূচি রবিবার অপরিবর্তিত থাকবে।

Kolkata Metro additional travel benefits in Mahalaya Special for Tk 250

আরও পড়ুন: রীতি মেনে মহালয়ার আগেই অকালবোধন, ট্যাংরায় দাস বাড়িতে দুর্গাপুজোর সূচনা

এর পাশাপাশি, মেট্রোরেলের বক্তব্য যাত্রীদের যাতে দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয় তার জন্য স্মার্ট কার্ড ও মোবাইল QR টিকিটের মতন ডিজিটাল টিকেটিং মোড ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। এর ফলে অ্যাপের মাধ্যমে আপনি রিচার্জ বুকিং এর সময় ৫% বোনাস ছাড় পাবেন।

এছাড়াও আপনি যদি সময় বাঁচাতে বুকিং কাউন্টারের দীর্ঘ লাইন এড়াতে চান তাদের টিকিট বুক করতে বা স্মার্ট কার্ড রিচার্জ করতে ‘AAMAR KOLKATA METRO’ অ্যাপ ডাউনলোড করার জন্য অনুরোধ করা হয়েছে। যাত্রীদের কর্তব্যরতকর্মীদের দ্বারা পাবলিক এড্রেস সিস্টেমের মাধ্যমে প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি পর্যটক ও দর্শনার্থীদের জন্য যথাক্রমে ২৫০, ৫৫০ টাকা খরচে ৩ দিন ও ৫ দিনের জন্য সীমাহীন ভ্রমণের সুবিধা পেতে টুরিস্ট কার্ড ব্যবহার করতে পারেন। তবে এই কার্ডগুলি এখন প্রতিটি মেট্রো (Metro) স্টেশনের বুকিং কাউন্টার থেকেই পাওয়া যাচ্ছে।