বাংলা হান্ট ডেস্কঃ হাতে গোনা আর মাত্র কতা দিন। তারপরেই দুর্গাপুজো (Durga Puja 2025)। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকার সরকারি অনুদান। তবে এই আনন্দমুখর আবহের মাঝেই বিতর্কের সৃষ্টি করলেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে। তাঁর দাবি, পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখতে হবে, না হলে ভবিষ্যতে অনুদান বন্ধ হয়ে যাবে।
অনুদান নিয়ে পুজো মন্ডপে (Durga Puja 2025) মুখ্যমন্ত্রী ছবি টাঙ্গাতে হবে বলে দাবি করলেন বিধায়ক সুকুমার দে
বৃহস্পতিবার নন্দকুমার বিডিও অফিস চত্বরে সরকারি অনুদান বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক। ওই অনুষ্ঠানে তিনি বলেন, অনুদান পাওয়ার পরেও অনেক ক্লাব এখনও মুখ্যমন্ত্রীর ছবি লাগাচ্ছে না। সুকুমার দে আরও স্পষ্ট করে জানান, তিনি ব্যক্তিগতভাবে তালিকা হাতে নিয়ে মণ্ডপগুলি ঘুরে দেখবেন। কোনও ক্লাবে মুখ্যমন্ত্রীর ছবি না থাকলে পরের বছর অনুদান আটকে দেওয়া হবে। তাঁর যুক্তি, “যিনি এই অনুদান দিচ্ছেন, তাঁকে সম্মান জানানোই উচিত।”
বিধায়কের এই মন্তব্যের জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জানান। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “এটা জনগণের করের টাকা, কারও পৈতৃক সম্পত্তি নয়।” শুভেন্দুর দাবি, সরকার ধার করে এই অনুদান দিচ্ছে। তিনি আরও বলেন, “লোকসভা ভোটে নন্দকুমারে বিজেপি এগিয়ে ছিল। পরের ভোটে উনি ২৫ হাজার ভোটে হারবেন।”
সমালোচনার জবাবে বিধায়ক সুকুমার দে বলেন, মুখ্যমন্ত্রীর অনুদান বারবার আদালতে চ্যালেঞ্জ করা হলেও তা চালু রয়েছে। কিছু ক্লাব এখনও মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রকল্পগুলির কথা তুলে ধরছে না। তাঁর যুক্তি, “কেন্দ্রের প্রকল্পে প্রধানমন্ত্রীর ছবি থাকে, অন্য রাজ্যে মুখ্যমন্ত্রীর ছবি থাকে। তাহলে আমাদের রাজ্যে কেন থাকবে না?”
আরও পড়ুনঃ ‘অল ইন ওয়ান’ পোর্টাল চালু! ভোট প্রক্রিয়া সহজ করতে রাজ্যে চালু নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম
নন্দকুমারের বিধায়কের এই বিতর্কিত মন্তব্য এবং বিরোধীদের প্রতিক্রিয়া নতুন করে রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। দুর্গাপুজোকে (Durga Puja 2025) ঘিরে এই বিতর্ক স্থানীয় রাজনৈতিক পরিপ্রেক্ষিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।