মহালয়ার দিন যে কাজগুলো করলে হতে পারে ঘোর অমঙ্গল, জেনে নিন

Published on:

Published on:

Durga Puja be careful on the new moon day of mahalaya avoid these things

বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকটা ঘন্টা। তারপর ২১ সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হবে দেবীপক্ষের সূচনা। অর্থাৎ বাঙালির কাছে মহালয়ার দিন মানে দূর্গা পুজোর (Durga Puja) শুরু। তবে এখন প্রায় সব বড় পুজোয় উদ্বোধন মহালয়াতে হয়ে যায়। পাশাপাশি শুরু হয়ে যায় ঠাকুর দেখার পালা। তবে মহালয়ার এই তিথিতে কিছু নিয়ম মেনে চলা উচিত, নইলে নেমে আসতে পারে সংসারে অমঙ্গল।

মহালয়ার অমাবস্যার দিনে সতর্ক থাকুন, এই কাজগুলো এড়িয়ে চলুন (Durga Puja)

বাতাসে ইতিমধ্যে পুজোর গন্ধ ছড়িয়ে গেছে। তার ওপর আর কয়েকটা ঘন্টা তারপরই রেডিওতে শোনা যাবে সেই পুরনো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডী পাঠের পরিচিত কন্ঠ। কারণ মহালয়ার ভোর মানেই এক অন্যরকম অনুভুতি। এই দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষের (Durga Puja) সূচনা। শুধুমাত্র সকলের কাছে একটি শুধু তিথি নয়, শুরু হয় উৎসব। তবে জ্যোতিষ মতে, আনন্দঘন এই দিনে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। নইলে ঘটতে পারে সংসারে অমঙ্গল।

Durga Puja be careful on the new moon day of mahalaya avoid these things

আরও পড়ুন: পিন ফাঁসের নতুন ফাঁদ! এটিএমে আঙুলের ছাপ স্ক্যান করে খালি হচ্ছে অ্যাকাউন্ট

জেনে নিন মহালয়ার দিন কী কী করা উচিত নয়

১) মহালয়ার দিন চুল, দাড়ি, নখ কোনটাই কাটা উচিত নয়। পুজোর আগে সৌন্দর্য চর্চা সত্যিই প্রয়োজন। তবে এই দিন এই কাজগুলো না করা ভালো। পুজোর আগে পার্লারে গিয়ে নিজের একটু রূপচর্চায় করার ইচ্ছে থাকলেও। ঐদিন কোনভাবেই চুল, দাড়ি, নখ কাটবেন না।

২) এই দিন বাড়িতে কোন মাঙ্গলিক কাজ করবেন না। যেমন গৃহপ্রবেশ পূজো ইত্যাদি না করা এই দিনে ভালো বলে মনে করা হয়।

৩) মহালয়ার দিন নতুন বাড়ি বা গাড়ি কেনা উচিত নয়। কারণ এই দিনটি সাধারণত পূর্বপুরুষদের তর্পণের জন্য উৎসর্গ করা হয়। তাই বড় বিনিয়োগ না করাই মঙ্গল।

৪) এই দিন কোন দরিদ্র ব্যক্তি বা অভাবী মানুষ আপনার বাড়িতে আসলে তাকে কিছু না দিয়ে ফেরাবেন না। আপনার সাধ্যমত সাহায্য তাকে করুন অথবা কিছু খাবার দিন। এতে আপনার পূর্ব পুরুষদের মন তৃপ্তি হবে (Durga Puja)।